ভয়াবহ অগ্নিশিখায় জ্বলছে আমেরিকার বোস্টন শহরের আশপাশের এলাকা। বৃহস্পতিবার সিরিজ গ্যাস বিস্ফোরণের ফলে বোস্টন শহরের বাইরে তিনটি ছোট শহরে মারাত্মক আগুন লাগে। গ্যাসের পাইপ লাইন ফেটে যাওয়ার পর তাতে আগুন ধরে যায়। আগুনের ব্যাপকতা থাকায় তা পরপর আর শহরের গ্রাসের পাইপলাইনে ছড়িয়ে পড়ে। এই তিনটি শহর হল ররেন্স, আনডোবার ও নর্থ আনডোবার।প্রথমে আগুন লাগে মেরিম্যাক উপত্যকায়। একানে কলম্বিয়া গ্যাস কোম্পানির পাইপলাইন রয়েছে। তাদের গ্যাসের গ্রাহক সংখ্যা ৮ হাজারেরও বেশি।স্থানীয় বাসিন্দারা বলছেন, গ্যাসে আগুন লাগায় বিস্ফোরণের বিকট শব্দ হতে থাকে। তার পর একে একে বিভিন্ন এলাকায ছড়িয়ে পড়ে আগুন।
সিরিজ গ্যাস বিস্ফোরণে কমপক্ষে ৩৯টি বাড়ি আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। তবে, মুম্বাইয়ের মতো এটা কোনও সন্ত্রাসবাদী কাজ নয়।এটা দুর্ঘটনা মাত্র।যদিও এ ঘটনায় মাত্র একজনের। লিওনেল রনডন (১৮) নামে এক কিশোর বিস্ফোরণে নিহত হয়েছে বলে স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে।
এ ব্যাপারে এসেক্স জেলার অ্যাটর্নি জানিয়েছেন, রনডন গাড়ির মধ্যে ছিল। হঠাৎ করে তার গাড়ির উপর চিমনী ভেঙে পড়ে। পরে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে তার মৃত্যু হয়।
জানা গেছে, বিস্ফোরণে প্রায় ২৫ জন আহত হয়েছেন। আক্রান্ত এলাকায় সব ধরনের গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেয়া হয়েছে। তবে বিস্ফোরণের ঘটনা কেন ঘটেছে সে বিষয়ে এখন নিশ্চিত হতে পারেনি প্রশাসন।
প্রশাসনের পক্ষ থেকে একটি জরুরী আশ্রয়কেন্দ্রে সকলকে আশ্রয় দেয়া হয়েছে এবং অন্যান্যদের গ্যাসের গন্ধ পেলে সতর্ক হতে বলা হয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct