আশা জাগিয়েও, ইংল্যান্ডের বিরুদ্ধে তাদের ঘরের মাঠে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ভারত ৪-১ ব্যবধানে হেরেছে। এভাবে সিরিজ হারের পর ভারতীয় কিংবদন্তি সুনীল গাভাসকর জানিয়েছেন, টেস্টে দলকে নেতৃত্বের ব্যাপারে এখনও অনেক কিছুই শেখার বাকি আছে বিরাট কোহলির। ধোনির পর ভারতীয় টেস্ট দলের অধিনায়কের দায়িত্ব নিয়ে একের পর এক সিরিজে চমক দেখিয়েছেন কোহলি। কিন্তু চলতি বছরের শুরুতে দক্ষিণ আফ্রিকা এবং সদ্য সমাপ্ত ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ হারের পর কোহলির টেস্ট নেতৃত্ব নিয়ে এরইমধ্যে অনেকে প্রশ্ন তুলেছেন। এদিন সর্বভারতীয় এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সুনীল গাভাস্কার বলেন, 'কোহলির এখনও অনেক কিছুই শেখা বাকি আছে। বছরের শুরুতে দক্ষিণ আফ্রিকার কাছে হার এবং এবার ইংল্যান্ডের কাছে হার। সঠিক ফিল্ডিং সাজানো আর সময় মতো বোলিং পরিবর্তন করতে পারছে ঠিকই। তবে, ওর নেতৃত্বে অভিজ্ঞতার অভাবটা চোখে পড়ছে। দেশের মাটির উইকেটে ওর অভিজ্ঞতা আছে। বিদেশের উইকেটে বড় জুটি কিভাবে ভাঙতে হয়, সেখানে ও আটকে যাচ্ছে। আশা করি, সামনের অস্ট্রেলিয়া সিরিজের আগে কোহলি নিজের ভুল শুধরে নেবে।'
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct