শনিবার থেকে শুরু হচ্ছে এশিয়া কাপ, চলবে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত। সংযুক্ত আরব আমিরশাহি, দুবাই ও আবু ধাবিতে হবে ম্যাচগুলি।এবারের টুর্নামেন্টে ছ’টি দল অংশ নিচ্ছে। গ্রুপ ‘এ’ তে রাখা হয়েছে ভারত, পাকিস্তান ও হংকং। গ্রুপ ‘বি’-তে রয়েছে আফগানিস্তান, শ্রীলঙ্কা ও বাংলাদেশ। দু’টি গ্রুপ থেকে দু’টি করে দল যাবে সুপার ফোরে। এখান থেকে দু’টো দল খেলবে ফাইনালে।
দেখে নেওয়া যাক এশিয়া কাপের সূচি:
গ্রুপ পর্যায়:
১৫ সেপ্টেম্বর- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা (দুবাই)
১৬ সেপ্টেম্বর- পাকিস্তান বনাম হংকং (দুবাই)
১৭ সেপ্টেম্বর- শ্রীলঙ্কা বনাম আফগানিস্তান (আবু ধাবি)
১৮ সেপ্টেম্বর- ভারত বনাম হংকং (দুবাই)
১৯ সেপ্টেম্বর- ভারত বনাম পাকিস্তান (দুবাই)
২০ সেপ্টেম্বর- বাংলাদেশ বনাম আফগানিস্তান (আহু ধাবি)
সুপার ফোর
২১ সেপ্টেম্বর- গ্রুপ 'এ'-র বিজয়ী বনাম গ্রুপ 'বি'-র রানার্স (দুবাই)
২১ সেপ্টেম্বর- গ্রুপ 'বি'-র বিজয়ী বনাম গ্রুপ 'এ'-র রানার্স (আবু ধাবি)
২৩ সেপ্টেম্বর- গ্রুপ 'এ'-র বিজয়ী বনাম গ্রুপ 'এ'-র রানার্স (দুবাই)
২৩ সেপ্টেম্বর- গ্রুপ 'বি'-র বিজয়ী বনাম গ্রুপ 'বি'-র রানার্স (আবু ধাবি)
২৫ সেপ্টেম্বর- গ্রুপ 'এ'-র বিজয়ী বনাম গ্রুপ 'বি'-র বিজয়ী (দুবাই)
২৬ সেপ্টেম্বর- গ্রুপ 'এ'-র রানার্স বনাম গ্রুপ 'বি'-র রানার্স (আবু ধাবি)
ফাইনাল
২৮ সেপ্টেম্বর (দুবাই)
(ভারতীয় সময় বিকেল পাঁচটা থেকে শুরু প্রতিটি ম্যাচ।)
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct