বৃহস্পতিবার কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি প্রেস কনফারেন্স করে কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ মন্ত্রীর বিরুদ্ধে তোপ দেগেছিলেন। বলেছিলেন, অরুণ জেটলির সঙ্গে বৈঠকের পরই ৯ হাজার কোটি টাকার ব্যাঙ্ক ঋণ খেলাপি বিজয় মাল্য দেশ ছেড়েছিলেন। এমনকি সংসদ ভবনের মধ্যে অর্থমন্ত্রীর সঙ্গে যে বিজয় মাল্যর বৈঠক হয়েছিল তার সপক্ষে ময়দানে নামান তারই দলের এক সাংসদ পি এল পুনিয়া। রাহুল প্রশ্ন তোলেন, কেন অরুণ জেটলি বিজয় মাল্যর কথা সিবিআইকে জানাননি।আর রবিবার রাহুল ট্যুইট করে অভিযোগ তুললেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের উপর। রাহুল ট্যুইটে বলেন, মাল্যর মহান পলায়নে সিবিআইয়ের হাত রয়েছে। প্রধানমন্ত্রীর অনুমোদন ছাড়া সিবিআই লুক আউট নোটিশে পরিবর্তন আনতে পারে না বলে তিনি অভিযোগ করেন। তিনি বলেন,, সিবিআই যে লুক আউট নোটিশ পরিবর্তন করেছে তা জানতেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct