সিরিয়ার হামা প্রদেশের দক্ষিণাঞ্চলে মোরেক শহরের কাছে তুরস্ক সেনা মোতায়েন করেছে। সিরিয়া সরকার এবং রাশিয়া তাদের মিত্র বাহিনী ফের বিদ্রোহীদের উপর আক্রমণ করতে পারে এমন পূর্বাভাস পেয়ে তুরস্ক অতিরিক্ত সেনা মোতায়েন করছে।
ইতিমধ্যে, তুরস্ক-সিরিয়া সীমান্তের ৫০ কিলোমিটার দূরে হাতে প্রদেশের একটি বিমানবন্দরে সেনাবহনকারী সেনাবাহিনীর উড়োজাহাজে করে ডজন ডজন তুরস্ক সেনাদের নিয়ে যাওয়া হয়েছে।
তুরস্কের নিরাপত্তা বিশেষজ্ঞ মেটিন গুরকান জানিয়েছেন, সীমান্তে অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছিল শুধুমাত্র প্রতিরক্ষার কারণে।
সিরিয়া-রাশিয়ার মিলিত বিমান হামলায় প্রায় ৪০ হাজার ইদলিবের বাসিন্দা গত দুই সপ্তাহে এলাকা ছেড়েছে। রাষ্ট্রসংঘের একটি সমীক্ষা বলছে, যদি স্থল আক্রমণ চালানো হয়, তাহলে প্রায় ৯ লক্ষ বাসিন্দা ইদলিব ছেড়ে পালিয়ে যেতে পারে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct