পাঞ্জাব সরকারের পর্যটন মন্ত্রী নভজ্যোত সিং সিধুকে একটি ২০ বছর পুরনো মামলায় জেলে যেতে হতে পারে। বুধবার সুপ্রিম কোর্ট ১৯৮৮ সালের সেই মামলার পিটিশন গ্রহণ করার পরই উঠছে এই সম্ভাবনা উঠেছে। একটি শোকজ নোটিশ পাঠানো হয়েছে সিধুকে। শীর্ষ আদালতের রায় আসে, মৃত ব্যক্তির পরিবারের তরফে সু্প্রিম কোর্টে পিটিশন দাখিল করার পর। ২৭ ডিসেম্বর ২০০৪ তারিখে সিধু ও তার বন্ধু রুপিন্দার সিং সান্ধু পার্কিং স্থান দিয়ে এক গুরনাম সিংয়ের সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়েন। সিধু তার গাড়িতে করে সিংকে টেনে নিয়ে যায় এবং তাকে মারধর করে। সিং পরে মারা যান।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct