দীর্ঘ লড়াইয়ের পর টানা আট বছর পর কলকাতা প্রিমিয়ার লিগের শিরোপা জিতলো ময়দানের অন্যতম ঐতিহ্যশালী ক্লাব মোহনবাগান।আর সেটা হল কলকাতা লিগের এক ম্যাচ হাতে থাকতে থাকতে।ঘরের মাঠের অ্যাডভান্টেজ নিয়ে বুধবারই ম্যাচের শুরু থেকে দাপট বজায় রেখে খেলতে শুরু করে সবুজ-মেরুন শিবিরের ফুটবলাররা। আর তাতেই প্রথমার্ধে কাস্টমসের জালে দু'বার বল জড়িয়ে দেন বাগান ফুটবলাররা। প্রথম গোলটি হয় ম্যাচের ৩ মিনিটের মাথায়। গোলটি করেন হেনরি। ম্যাচের প্রথমার্ধের একেবারে শেষ দিকে দলের হয়ে দ্বিতীয় গোলটি করেন সেই হেনরিই। দ্বিতীয়ার্ধে গোলের একাধিক সুযোগ এলেও, কোনও দল গোল সংখ্যা বাড়াতে পারেনি।একাধিক সুযোগ নষ্ট করলেন লিগে ডবল হ্যাটট্রিক করা ডিপান্ডা ডিকা। না হলে এদিন গোলের ব্যবধান আরও বাড়তে পারতো মোহনবাগানের ক্ষেত্রে।আর তাতেই ২-০ গোলে জিতে ৩০ তম কলকাতা লিগে চ্যাম্পিয়ন হয় কোচ শঙ্কর সেনের ছেলেরা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct