বর্তামানে আমরা স্মার্ট ফোনের প্রতি নির্ভরশীল হয়ে পড়েছি। মাঝে মাঝে মনে হয় স্মার্ট ফোনটা আমি বব্যহার করছি না স্মার্ট ফোন আমাকে বব্যহার করছে ? সে যাই হক কেউ একজন বব্যহার করলেই হল। তার সঙ্গে টাচস্কিন এমন অভ্যাসে পরিণত করেছে আমাদের যে হাতের কাছে যা পায় সেটাই টাচ করে বব্যহার করতে শুরু করি কাজ করুক আর নাইবা করুক।
হাত ও চোখ যদি মুক্ত থাকে তাহলে তো আর কোনও কথা হবে না। আর যদি হাত আর চোখ মুক্ত না থাকে তাহলে স্মার্ট ফোন আমাদের থেকে দূরে থাকে। আনেক সময় আপনি হইতো এমন কিছু কাজে ব্যস্ত আছেন যে গুরুত্বপূর্ণ কল গ্রহণ করতে পারচ্ছেন না। কিংবা ভাল কোনো গান শুনতে পারচ্ছেন না। কারণ আপনি স্মার্ট ফোনটি টাচ করতে পারছেন না।
কিন্তু সেসব এখন অতীত। আপনি চাইলেই বিভিন্ন কাজের পাশাপাশি খুব সহজ এবং নিরাপদেই আপনার মোবাইল নিয়ন্ত্রণ করতে পারবেন হাতের স্পর্শ এবং ফোনের দিকে না দেখেই। আপনাদের ব্যস্ততার কথা মাথাই রেখেই বিক্সি নিয়ে এসেছে এমনই এক টাচ-ফ্রি স্মার্ট কন্ট্রোলার। যার মাধ্যমে আপনি খুব সহজেই স্পর্শ ছাড়াই এমনকি ফোনের দিকে না দেখেই আপনি ফোনটি চালনা করতে পারবেন।
বিক্সি হল প্রথম অতি-পোর্টেবল ড্রাইভারের নিরাপত্তা সহচর যা আপনার ইন-এয়ার হাতের ইশারাগুলি অনুভব করে এবং আপনার স্মার্টফোনকে স্পর্শ-মুক্ত নির্দেশ দেয়। আপনি টাচ-ফ্রি স্মার্ট কন্ট্রোলারে সামনে হাত ঘোরালেই এটা কাজ করবে।
এটার মাধ্যমে মিউজিক, কল, লাইট এডজাস্টিং, বার্তা পাঠানোর মত বিভিন্ন কাজ করা যাবে। গাড়ি চালানোর সময় বার্তা আদান প্রদান, কল রিসিভ, টার্ন পেজ, নেভিগেশনসহ বিভিন্ন কার্যক্রম করা যাবে।
মাত্র ৯৯ ডলার খরচ করলেই বিক্সি টাচ-ফ্রি স্মার্ট কন্ট্রোলারটি আপনার হাতের মধ্যে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct