বিশিষ্ট অভিনেতা বিনোদ খান্না অাজ বৃহস্পতিবার মুম্বাইয়ের হাসপাতালে পরলোকগমন করেছেন৷ মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০৷ সপ্তাহ খানেক অাগে মারাত্মক পেটের রোগে অাক্রান্ত হয়েেগিরগাওয়ে এইচ এন রিলায়েন্স ফাউন্ডেশন অ্যান্ড রিসার্চ সেন্টারে ভর্তি হয়েছিলেন৷
এ ব্যাপারে বিনোদ খান্নার পুত্র রাহুল খান্না বলেছেন দেশজুড়ে রটে গেছিল যে তার বাবা ব্লাড ক্যানসার রোগে অাক্রান্ত৷ কিন্তু তা ঠিক নয়৷ ডিহাইডারেশনের জন্য গত শুক্রবার হাসপাতালে ভর্তি করা হয়েছিল৷
ক্রমে তিনি সুস্থ হয়ে উঠিছলেন৷ এমনকি ডাক্তাররা কয়েকদিনের মধ্যে ছেড়ে দেওয়ার কথা ভাবছিলেন৷
৭০_৮০র দশকে দেশের ফিল্মজগতে এক উজ্জ্বল নাম বিনোদ খান্না৷ ১৯৬৮ সালে মন কি মিত ছায়াছবিতে সুনিল দত্তের বিপরীতে অভিনয়ের মাধ্যমে অভিষেক হয়৷
অমর অাকবর অ্যান্টনি, মুকাদ্দর কা সিকান্দার, পারবরিশ , হিরাফেরি ছবিতে অভিনয় করে সুনাম.কুড়িয়েছেন৷
বিজেপির টিকিটে পাঞ্জাবের গুরুদাসপুর লোকসভা কেন্দ্র থেকে জিতে কেন্দ্রীয় মন্ত্রী হয়েছিলেন৷
তিনি দুটি বিবাহ করেন৷ তার প্রথম পক্ষের স্ত্রীর দুটি সন্তান রাহুল ও অক্ষয়৷ তার মৃত্যু ছবির জগতে শোকের ছায়া নেমে এসেছে৷
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct