আমেরিকার প্রেসিডেন্ট পদে আসীন হওয়ার আগে থেকেই বিতর্ক পিছু নিয়েছিল ডোনাল্ড ট্রাম্পের। প্রেসিডেন্ট হওয়ার পরও বিতর্ক পিছু ছাড়ছে না। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর অভিবাসী বিল নিয়ে বিশ্বে চরম সমালোচিত হয়েছিলেন। তারপর জেরুজালেমে দূতাবাস স্থাপন নিয়ে। এ ছাড়া উত্তর কোরিয়ার সঙ্গেও নানা বিবাদ তাকে আমেরিকাবাসীর কাছে অপ্রিয় করে তুলেছিল। তাই ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকেই জনমত সমীক্ষায় পিছনে চলে যাচ্ছিলেন। সাম্প্রতিক সমীক্ষায় ট্রাম্পের জনপ্রিয়ায়তায় ব্যাপক ধস নেমেছে। এই সমীক্ষা চালিয়েছিল প্রখ্যাত মার্কিন গণমাধ্যম সিএনএন। অনেক জনপ্রিয়তায় ধস নেমেছে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের। সিএনএনের প্রথম সমীক্ষায় দেখা গেছিলো প্রেসিডেন্টের কাজের প্রতি সমর্থনের হার কমে মাত্র ৩৬ শতাংশে দাঁড়িয়েছে। গত মাসেও এই হার ছিল ৪২ শতাংশ। শুধু সিএনএন’র সমীক্ষায় নয়, গত দুই সপ্তাহজুড়ে আরও কয়েকটি সমীক্ষায়ও একই চিত্র উঠে এসেছে।
সিএনএন’র খবরে বলা হয়, এই ধস শিগগিরই অনুষ্ঠেয় মধ্যবর্তী নির্বাচনে বড় প্রভাব ফেলতে পারে। সিএনএন সহ ৮টি সমীক্ষার গড় ফলাফল অনুযায়ী, ট্রাম্পের কাজের প্রতি সমর্থনের হার ৩৮ শতাংশ। এবিসি/ওয়াশিংটন পোস্ট, সিএনএন, গ্যালাপ, আইবিডি/টিআইপিপি, কেইসার ফ্যামিলি ফাউন্ডেশন, কুইনিপিয়াক ইউনিভার্সাইটি, সেলজার অ্যান্ড কো ও সাফল্ক ইউনিভার্সিটির করা সমীক্ষায় এই সম্মিলিত চিত্র। গত মাসেও এই গড় ছিল ৪১ শতাংশ।
মার্কিনিরা যে ক্রমশ প্রেসিডেন্টের কাজের প্রতি রুষ্ট হচ্ছেন ট্রাম্পের জনপ্রিয়তা হ্রাস তার প্রমাণ।