লোকেশ রাহুল ও ঋষভ পন্থের জোড়া সেঞ্চুরি ওভালে ভারতকে এনে দিতে ব্যর্থ হলো। চেষ্টা চালিয়েও শেষ বেলায় ভারতের ব্যাটসম্যানরা রুখে দাঁড়াতে ব্যর্থ হলেন ইংলিশ বোলারদের বিরুদ্ধে। যার ফলে সিরিজের শেষ টেস্ট ১১৮ রানে হেরে বসল কোহলি বাহিনী।
ওভাল টেস্ট জিততে হলে দ্বিতীয় ইনিংসে ভারতকে যেভাবেই হোক স্কোরবোর্ডে ৪৬৪ রান তুলতেই হত। প্রতিপক্ষ ইংল্যান্ড স্কোরবোর্ডে বিশাল রানের লক্ষ্যমাত্রা থাকায় ওভালে ও ভারতের হারের দেওয়াল লিখন স্পষ্ট হয়ে গিয়েছিল। কিন্তু সেখান থেকেই ভারতকে ম্যাচ জয়ের আশার আলো দেখিয়েছিলেন ঋষভ পন্থ ও লোকেশ রাহুল জুটি। দুজনের ব্যাট থেকে সেঞ্চুরি বেরিয়ে আসায় ভারত ওভাল জয়ের নেশায় বুঁদ হয়ে যায়। ১৪৯ রানে লোকেশ রাহুল এবং ১১৪ রানে ঋষভ পন্থ ফেরায় ভারত ম্যাচ রাস্তা থেকে ছিটকে যায়। শেষ পর্যন্ত ৩৪৫ রানে অলআউট হয় ভারত এই পাঁচ ম্যাচের সিরিজ ৪-১ ব্যবধানে হেরে বসে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct