জরুরি শাসন জারি হলেই আমরা শুনে থাকি মন্ত্রিসভা নিষ্ক্রিয় করা হয়ে থাকে। কিংবা পুরো মন্ত্রিসভাকেই বাতিল করে দেওয়া হয়। কিন্তু শোনা যায় না অর্থনিতক উন্নয়নের জন্য কোনও দেশের প্রধানমন্ত্রী সহ সব মন্ত্রীকে পদত্যাগ করতে হয়েছে।হ্যাঁ, আফ্রিকান দেশ সুদানে প্রধানমন্ত্রী সহ ৩১ জনমন্ত্রীকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছেনসেদেশের প্রেসিডেন্ট ওমর আল বশির। দেশের অর্থনৈতিক সংকট দূর করতে ব্যর্থ হওয়ায় এই কঠোর সিদ্ধান্ত নিয়েছেনওমর আল বশির।তবে, এই মন্ত্রীদের বরখাস্ত করা হলেও একেবারে নতুন মন্ত্রিসভা ফের গঠন করা হবে।স্থানীয় সময় মধ্যরাতে দেশটির ক্ষমতাসীন দল ন্যাশনাল কংগ্রেস পার্টি (এনসিপি)র সভায় প্রেসিডেন্টের এই সিদ্ধান্তের আনুষ্ঠানিক ঘোষণা দেবেন।প্রেসিডেন্টের কার্যালয় থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, মন্ত্রিপরিষদের সব সদস্যকে বরখাস্ত করা হচ্ছে। এর মধ্যে প্রধানমন্ত্রী, ফেডারেল মিনিস্টার ও মিনিস্টার অব স্টেটও রয়েছে।সব মিলিয়ে ৩১জন। শীঘ্রই নতুন মন্ত্রিসভা ঘোষণা করা হবে।