বর্তমানে আমেরিকা ও তুরস্কের মধ্যে বিভিন্ন ইস্যুতে টানাপড়েন দেখা দিয়েছে। অর্থনৈতিক শস্তিমূলক ববস্থাও নিয়েছে মার্কিন প্রশাসন। ঠিক সেই সময়েই বিশ্ববাসীকে যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে জোট গড়ে তুলতে আহ্বান জানিয়েছে তুরস্ক। কিন্তু মধ্যপ্রাচ্যে দীর্ঘদিন ধরে তুরস্ক আর আমেরিকার অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক ছিল।
তুরস্কের অর্থমন্ত্রী বেরাত আলবায়রাক বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিষেধাজ্ঞা ও শূল্ক আরোপকে হাতিয়ার করে অন্য দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত করছেন। এই অবস্থায় নিজেদের স্বার্থে শক্তিশালী দেশগুলোর একতরফা অর্থনৈতিক সিদ্ধান্তকে প্রতিরোধ করা জরুরি। এজন্য মার্কিন-বিরোধী জোট গঠন করাই হচ্ছে সেরা উপায়।
তিনি এ নিয়ে একটি প্রবন্ধ লিখেছেন যেটি ফরেন পলিসি ম্যাগাজিন প্রকাশ করেছে। বেরাত আলবায়রাক তার প্রবন্ধের শিরোনাম দিয়েছে-“বিশ্ব অর্থনীতি পরিচালনার জন্য আমেরিকাকে বিশ্বাস করা যায় না।”
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct