ধূমপান নীরবে আমাদের সমাজের ক্ষতি করে যাচ্ছে। আমরা অনেকেই হইত জানিনা যে ধূমপান না করলেও পরোক্ষ ধুমপানের ফলে আমাদের শরীরে আনেক ক্ষতি হয়ে থাকে। পরোক্ষ ধুমপানের ফলে হৃদরোগ এবং ফুসফুসের ক্যানসারের প্রকোপ বেড়ে যায়।
এক গবেষণায় দেখা গিয়েচ্ছে, তামাকের ধোঁয়ায় অন্তত ৬০ রকমের উপাদান রয়েছে, যেগুলো ক্যানসার সৃষ্টি করতে পারে। এগুলোর মধ্যে যেসব কণা রয়েছে তা হলো নিকোটিন, বেনজিন ও বেনজোপাইরিন। আর গ্যাসীয় উপাদানগুলো মধ্যে রয়েছে কার্বন মনোক্সাইড, অ্যামোনিয়া, ডাই-মিথাইল নাইট্রোস অ্যামাইন ও অ্যাক্রোলিন।
ধূমপানরত ব্যক্তির বিড়ি-সিগারেটের ধোঁয়া দ্বিতীয় কোনও ব্যক্তি গ্রহণ করলে সেটাকে পরোক্ষ ধূমপান বলা হয়। এটা দুইভাবে আসতে পারে, প্রথমত ধূমপানরত ব্যক্তির পাশ থেকে নির্গত ধোঁয়া কিংবা ধূমপায়ী ধোঁয়া গ্রহণের পর নিঃশ্বাসের সঙ্গে পরিত্যক্ত ধোঁয়া। হাঁপানির রোগীর হাঁপানির প্রকোপ বাড়ানোর জন্য পরোক্ষ ধূমপান খুব ক্ষতিকর।
বাড়িতে পরোক্ষ ধূমপানের ফলে হৃদরোগ এবং ফুসফুসের ক্যানসারের প্রকোপ ২৫ শতাংশ বেড়ে যায়। আর সেটা যদি কর্মস্থল এবং রাস্তাঘাটে হয় তাহলে তার হার ৫০-৬০ শতাংশ বেড়ে যায়।
তাই ধূমপান এবং ধূমপানরত ব্যক্তির থেকে দূরে থাকুন নিজেকে সুস্থ রাখুন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct