একদিকে যেমন একের পর এক তারকা টেনিস খেলোয়াড় রা ইউএস ওপেন থেকে ছিটকে গিয়েছেন, অন্যদিকে দুর্দান্ত গতিতে ফাইনালের পথে এগিয়ে গিয়েছিলেন সেরেনা উইলিয়ামস। এতে পরিষ্কার হয়ে গিয়েছিল ফাইনালে বিশ্বের অন্যতম সেরা মহিলা টেনিস খেলোয়াড় সেরেনা সহজে জাপানি প্রতিপক্ষ নাওমী ওসাকাকে হারিয়ে খেতাব জিতে নেবেন। বাস্তবে অবশ্য ঘটলো ঠিক উল্টোটাই। বিতর্কিত ইউ এস ওপেন ফাইনালে অঘটন ঘটিয়ে নিজের ছোটবেলার আদর্শ সেরেনা উইলিয়ামসকে হারিয়ে প্রথমবার গ্র্যান্ড স্লাম জিতলেন নাওমী ওসাকা। ফাইনালে ওসাকা সেরেনাকে ৬-২,৬-৪ সেটে হারিয়েছেন। উল্লেখ্য, কুড়ি বছর বয়সী নাওমী ওসাকা প্রথম জাপানি খেলোয়াড় যিনি ইউএস ওপেন খেতাব জিতলেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct