দেশের মাটিতে হোক কিংবা বিদেশের, ব্যাট হাতে বর্তমানে চূড়ান্ত ফর্মে রয়েছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। তা সত্ত্বেও খুব সম্ভবত দলের অধিনায়কত্ব খোয়াতে হতে পারে তাকে। এই নেতৃত্ব বদল অবশ্য জাতীয় দলে নয়, এটা হতে চলেছে আইপিএলে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর টিমে। জানা গেছে সবকিছু ঠিকঠাক থাকলে পরের আইপিএলে আরসিবির নেতৃত্বের আর্ম ব্যান্ড থাকবে এ বি ডি ভিলিয়ার্স এর হাতে। দলের নেতৃত্ব বদল এর পিছনে রয়েছে আইপিএলে নিজেদের ভাগ্য ফেরানোর তত্ত্ব। আরসিবি টিম ম্যানেজমেন্টের বিশ্বাস, কোহলি কে সরিয়ে নেতৃত্বে এবি ডি ভিলিয়ার্স কে আনলে আইপিএল এ তাদের ভাগ্য ফিরতে পারে। আর সেটাই মাথায় রেখে সম্ভবত পরের আইপিএলে কোহলি কে সরিয়ে নেতৃত্বের ভার ডি ভিলিয়ার্সের হাতে দিতে চলেছে টিম ম্যানেজমেন্ট। উল্লেখ্য ২০০৮ সাল থেকে শুরু হওয়া আইপিএলে এ পর্যন্ত কোন মরশুমে ট্রফি নিজেদের শিবিরে তুলতে পারেনি রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। এবার দেখার নেতৃত্বে বদল এনে নিজেদের শিবিরে আইপিএল এ ট্রফি আনতে পারে কি না আরসিবি।