ওয়াশিংটন: ইন্টারনটে ওয়েব ব্রাউজারে এবার আরও কিছু সুযোগ-সুবিধা দেওয়ার কথা ভাবছে ইন্টারনেট সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগল। বিল্ট-ইন অ্যাড ব্লকার যুক্ত করার পরিকল্পনা করছে সার্চ জায়ান্ট গুগল। মার্কিন ইংরেজি দৈনিক ওয়াল স্ট্রিট জার্নালে এ নিয়ে এক রিপোর্ট প্রকাশিত হয়েছে।
ওই প্রতিবেদনে বলা হয়েছে যে ফিচারটি সকল ব্যবহারকারীরা মোবাইল এবং ডেস্কটপ এ ডিফল্ট সুবিধা হিসেবে পাবে। নতুন এই ফিচারটি যুক্ত করা হলে আপডেট ক্রোম ব্রাউজারের মাধ্যমে ওয়েবসাইট ভিজিট করলে বিজ্ঞাপন ঝামেলা থেকে মুক্তি পাবেন ব্যবহারকারীরা। অনেক ব্যবহারকারীরা ওয়েবসাইটে থাকা বিজ্ঞাপন থেকে রক্ষা পেতে থার্ডপার্টি নানা অ্যাড ব্লকার অ্যাপ্লিকেশন ব্যবহার করা থাকেন। ফলে এখন থেকে আর থার্ডপার্টি অ্যাড ব্লকার ব্যবহার করার দরকার হবে না। যদিও গুগলের বেশিরভাগ রাজস্বই আসে বিজ্ঞাপন থেকে তবুও থার্ডপার্টি অ্যাডব্লকার পছন্দ করছেন না প্রতিষ্ঠানটি। তবে এক্ষেত্রে গুগল সব বিজ্ঞাপনকে ফিল্টার করা হবে না বলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে। টেক বিশ্লেষকদের ধারণা, গুগল যদি বাস্তবেই এই পদক্ষেপ নেয় তাহলে নিঃসন্দেহে তা ব্যবহারকারীকে ভালো অভিজ্ঞতা দিবে বলে মনে করা হচ্ছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct