দিল্লি: ভারতের গুরগাঁওয়ে জোর করে পাঁচ শতাধিক মাংসের দোকান বন্ধ করে দিয়েছে শিবসেনা। শিবসেনা হুমকি দিয়েছে- নবরাত্রি চলছে, কোনো মাংসের দোকান খোলা যাবে না।
কোনো মাংসের দোকান খোলা আছে কিনা, তা দেখতে রাস্তায় ঘুরছে প্রায় ২০০ শিবসৈনিক (শিবসেনা কর্মী সমর্থক)।
গুরগাঁওয়ে শিবসেনার প্রেসিডেন্ট গৌতম সিনহার দাবি, ‘পুরনো গুরগাঁওয়ে সব মাংসের দোকানের মালিকদের আমরা নোটিশ দিয়েছি। এএফসিকেও নোটিশ দেয়া হয়েছে। নবরাত্রি চলাকালীন কোনো মাংসের দোকান খুলে রাখা যাবে না। যতদিন নবরাত্রি চলবে, এই নিয়ম জারি থাকবে।’
আইন-প্রশাসন এড়িয়ে শিবসেনাকে এই সিদ্ধান্ত নেয়ার অধিকার কে দিল, তা নিয়েই উঠছে প্রশ্ন।
গুরগাঁও পুলিশের এসিপি-পিআরও মণীশ সেহগাল জানান, বেআইনিভাবে যারা জোর করে মাংসের দোকান বন্ধ করিয়েছে, তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেয়া হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct