বাংলাদেশের শের-এ বাংলা স্টেডিয়ামে জিম্বাবোয়ের বিরুদ্ধে ক্রিকেট সিরিজ শুরু হচ্ছে। তার নিরাপত্তার কড়াকড়ি দেখলেই চুক্ষচড়কগাছ। ফায়ার সার্ভিস, ডগ স্কোয়াডের সঙ্গে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটও নেমে পড়েছিল শেরেবাংলা স্টেডিয়ামে। সেই মহড়ায় একটি দৃশ্য বেশ অবাকই করল অনুশীলনরত বাংলাদেশ দলের ক্রিকেটারদের। একটি রোবোর্ট দিয়ে বোমা শনাক্ত ও নিষ্ক্রিয় করার মহড়া দিচ্ছিলেন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। মহড়ার এক ফাঁকে রোবট দিয়ে জলের বোতল সরানো দেখে বেশ খুশি বাংলাদেশের ব্যাটসম্যান মুহাম্মদ মিঠুন। উল্লেখ্য, ২০১৬ সালে ইংল্যান্ড সিরিজের আগেই স্টেডিয়াম ও আশপাশের এলাকায় রীতিমতো যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি করে মহড়া দিয়েছিল সেনাবাহিনী। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজেও তার ব্যতিক্রম কিছু ঘটছে না।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct