হাসান সেখ, বহরমপুর, আপনজন: শুক্রবার সময় সকাল সাতটা বহরমপুর থানার অন্তর্গত ভাকুড়ি ১ গ্রাম পঞ্চায়েতের তারাক পুর গ্রামে কবরস্থানের বাঁশঝাড়-আবর্জনা ও জঙ্গল পরিস্কারের কাজ শুরু করেছে কয়েকজন যুবক। যুবকদের এমন উদ্যোগ জেলার বিভিন্ন মহলে প্রশংসা কুড়াচ্ছে।
স্থানীয়রা জানায়, একমাত্র কবরস্থানটি বর্ষা মৌসুমে পানি জমে ঘাস ও লতাপাতায় ছেয়ে যায়। ময়লা-আবর্জনার সাথে ঝোপ-ঝাড়-জঙ্গলে পরিণত হয় কবরস্থানটি। মৃত ব্যক্তিদের কবর দেওয়ার পরিবেশও নষ্ট হয়ে যাচ্ছিল। স্থানীয় বাসিন্দা, জমিরুদিন সেখ জানায়, কোনো চাঁদা কিংবা কারো সহায়তায় নয়, নিজেরাই স্বেচ্ছাশ্রমে কবরস্থান পরিস্কার ও ঈদগাহা বৃক্ষরোপণ করা হয় ।
সামিম সেখ উমার ফারুক, সাজু সেখ সাহিল সেখ বলেন, আমরা সমাজের অনেক সমস্যার সমাধানে কর্তৃপক্ষের অপেক্ষায় থাকি। কিন্তু আমরা যদি একটু চিন্তা করে তাদের দিকে না তাকিয়ে নিজেদের উদ্যোগে কাজ করি, তাহলে সেই সকল সমস্যাও দ্রুত সমাধান হতে পারে। আর এই চিন্তা ধারার বহিঃপ্রকাশ ও বাস্তবায়নের লক্ষ্যে আমাদের এ পদক্ষেপ ,এলাকা বাসী এই উদ্যেগকে স্বাগত জানিয়েছে ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct