দেবাশীষ পাল, মালদা, আপনজন: সোমবার থেকে বাংলাতে মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে ।তার আগে গাজোল ব্লক তৃণমূল ট্রেড ইউনিয়ন কংগ্রেসের তরফ থেকে গাজোল ব্লকের আইএন টি টি ইউ সি পরিচালিত প্রত্যেকটা পরিবহন শ্রমিক ইউনিয়নকে নির্দেশ দেওয়া হচ্ছে যে এই পরীক্ষার কয়েক দিন গাজোল ব্লকের যে সমস্ত স্কুলে মাধ্যমিক পরীক্ষার সেন্টার হয়েছে সেই সমস্ত সেন্টারে যাওয়ার ও আসার জন্য মাধ্যমিক পরীক্ষার্থীদের যেন কোন অসুবিধা না হয়। তারা যেন ঠিকমতন ঠিক সময় সেন্টারে পৌঁছাতে পারে। তার ব্যবস্থা করার জন্য সমস্ত বাস ম্যাক্সি টেকার অটো সিএনজি অটো টোটো চালকদের বলা হচ্ছে। কোন মাধ্যমিক পরীক্ষার্থী ও ছাত্রছাত্রীর কাছে বেশি ভাড়া নেবেন না ও বাড়তি ভাড়া চাইবেন না। কোন জায়গায় কোন সমস্যা হলে তৎক্ষণাৎ আমাদের সঙ্গে যোগাযোগ করবেন ফোন নাম্বার দেওয়া হচ্ছে 73844 97843 এই নাম্বারে যোগাযোগ করবেন। আমরা প্রশাসনের সঙ্গে সব রকম সহযোগিতা করব। প্রশাসন যেভাবে নির্দেশ দিবে প্রশাসনের নির্দেশ মেনে আমরা চলবো। যাতে গাজোল ব্লকের মাধ্যমিক পরীক্ষা সুষ্ঠুভাবে সুসম্পন্ন হয়। গাজোল ব্লকের সমস্ত আই এন টি টি ইউ সি, পরিচালিত পরিবহন চালকগণ ও ইউনিয়নের কর্মকর্তা এই নির্দেশ মেনে চলবেন আশা রাখি।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct