আপনজন ডেস্ক: ভারতের জন্য কি অস্ট্রেলিয়া সবুজ পিচ নিয়ে অপেক্ষা করছে? জানা যাচ্ছে, পার্থের পিচে বেশ ভালোই গতি এবং বাউন্স থাকবে। সেই কথা অকপটে জানিয়ে দিলেন অপ্টাস স্টেডিয়ামের প্রধান পিচ প্রস্তুতকারক আইজ়াক ম্যাকডোনাল্ড। তাঁর কথায়, সাধারণত পার্থের পিচের চরিত্র ঠিক যেমনটা হয়, তেমনই রাখা হচ্ছে। ফলে, পেস বোলাররা বেশ ভালোই সাহায্য পাবেন এই পিচ থেকে।
প্রসঙ্গত, ঘরের মাঠে স্পিন সহায়ক পিচে খেলেছে ভারত। এবার সেখান থেকে এসে সোজা পেস সহায়ক পিচে খেলতে নামবে তারা। তার আগে কোনও প্রস্তুতি ম্যাচও নেই। যদিও প্রথমে ঠিক ছিল যে, ভারত-এ দলের বিরুদ্ধে পার্থে প্রস্তুতি ম্যাচ খেলবে তারা। কিন্তু পরে তা বাতিল করে দেওয়া হয়। বরং, তার বদলে নিজেদের মধ্যে নেটে অনুশীলন সারবে ভারতীয় ক্রিকেট দল।
ম্যাকডোনাল্ড জানাচ্ছেন, “আমরা এমন পিচ তৈরি করছি, যেখানে প্রচণ্ড গতি থাকবে। আর সঙ্গে থাকবে বাউন্স।” এছাড়াও পিচে ১০ মিলিমিটার লম্বা ঘাস থাকবে বলে জানা যাচ্ছে। ঠিক সেই কারণেই পেসাররা বাড়তি সাহায্য পেতে পারেন। আর এই পিচ প্যাট কামিন্স, জস হেজলউড এবং মিচেল স্টার্কের মতো পেসারদের জন্য আদর্শ বলেই মনে করছে ক্রিকেটমহল। অপরদিকে, ভারতীয় দলে রয়েছেন যশপ্রীত বুমরা, আকাশদীপ এবং মহম্মদ সিরাজ। তবে ভারতীয় দলের জন্য আরও একটি সুখবর যে, মহম্মদ শামি সুস্থ হয়ে উঠেছেন। তিনি বাংলার হয়ে খেলতে নামবেন রঞ্জিতে। বোর্ড চাইলে তাঁকে অস্ট্রেলিয়া পাঠাতেও পারে। আর শামি দলে ফিরলে পার্থের পিচে ভারত যে আরও শক্তিশালী হয়ে উঠবে, তা নিশ্চিত।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct