আপনজন ডেস্ক: সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান গাজায় ইসরায়েলের সংগঠিত গণহত্যার নিন্দা জানিয়েছেন। মুসলিম ও আরব বিশ্বের নেতাদের বিশেষ সম্মেলনে এই নিন্দা জানান তিনি। লেবানন ও ইরানে চালানো ইসরায়েলি হামলারও নিন্দা জানিয়েছেন তিনি। যদিও এই হুঁশিয়ারির বিষয়ে এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি ইসরায়েল।তবে ইসরায়েল গাজায় গণহত্যা চালানোর বিষয়টি বারবার অস্বীকার করে আসছে। দিনে দিনে ইরানের সাথেও সৌদি আরবের সম্পর্ক উন্নয়ন হচ্ছে। ইরানে ইসরায়েল হামলা চালালে তার ফল ভালো হবে না এমন হুঁশিয়ারিও দিয়েছেন সৌদি যুবরাজ।
এই সম্মেলনে গাজা ও পশ্চিম তীর থেকে ইসরায়েলি সেনাদের পুরোপুরিভাবে প্রত্যাহারের আহ্বানও জানিয়েছেন যুবরাজ।
এদিকে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, গাজার যুদ্ধ বন্ধ করতে না পারা বিশ্ব সম্প্রদায়ের ব্যর্থতা। তিনি ওই অঞ্চলে অনাহার ও দুর্ভিক্ষের মতো পরিস্থিতির জন্য ইসরায়েলকে দায়ী করেছেন।
প্রিন্স ফয়সল বিন ফারহান আল সৌদ বলেছেন, তাৎক্ষণিকভাবে সংঘাত বন্ধ করতে ইসরায়েলকে বাধ্য করতে বিশ্ব সম্প্রদায় ব্যর্থ হয়েছে। বিশ্ব সম্প্রদায় বিশেষ করে মুসলিম ও আরব বিশ্ব নানা সময়ে ইসরায়েলের ওপর চাপ সৃষ্টি করলেও এ বিষয়ে তেল আবিব বরাবরই উদাসীন। দেশটি মার্কিন ও পশ্চিমা মদদে মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধের বিস্তার ঘটিয়েছে। সম্প্রতি লেবাননে হামলা চালিয়ে সেই উত্তেজনা আরও বাড়িয়েছে ইসরায়েল। সেই সাথে সিরিয়াতে ইসরায়েলি হামলা চলছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct