আপনজন ডেস্ক: নিউজিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়নস ট্রফির শিরোপাটা ঘরে তুলেছে ভারত— অনুমিতভাবেই আইসিসির টুর্নামেন্ট সেরা একাদশেও সবচেয়ে বেশি খেলোয়াড় তাদেরই। ভারতের পাঁচ ক্রিকেটার জায়গা পেয়েছেন আইসিসি নির্বাচিত এই একাদশে। রানার্সআপ হওয়া নিউজিল্যান্ডের আছেন চার জন, অধিনায়ক হিসেবে অবশ্য দলটির অধিনায়ক মিচেল স্যান্টনারকেই বেছে নিয়েছে আইসিসি।
এই দুই দলের বাইরে আফগানিস্তানের দুজন ক্রিকেটারও সুযোগ পেয়েছেন। এবারই প্রথম টুর্নামেন্টে অংশ নেওয়া দলটি সেমিফাইনালের সম্ভাবনা জাগিয়েও শেষ পর্যন্ত যেতে পারেননি। চ্যাম্পিয়নস ট্রফিতে অংশ নেওয়া বাকি পাঁচ দলের কেউই সুযোগ পাননি একাদশে।
২০২৫ চ্যাম্পিয়নস ট্রফির সেরা একাদশ
১. রাচিন রবীন্দ্র (নিউজিল্যান্ড)
২. ইব্রাহিম জাদরান (আফগানিস্তান)
৩. বিরাট কোহলি (ভারত)
৪. শ্রেয়াস আইয়ার (ভারত)
৫. লোকেশ রাহুল (ভারত)
৬. গ্লেন ফিলিপস (নিউজিল্যান্ড)
৭. আজমতউল্লাহ ওমরজাই (আফগানিস্তান)
৮. মিচেল স্যান্টনার (অধিনায়ক, নিউজিল্যান্ড)
৯. মোহাম্মদ শামি (ভারত)
১০. ম্যাট হেনরি (নিউজিল্যান্ড)
১১. বরুণ চক্রবর্তী (ভারত)
দ্বাদশ খেলোয়াড়
অক্ষর প্যাটেল (ভারত)
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct