আপনজন ডেস্ক: কংগ্রেস নেতা রাহুল গান্ধি বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন এবং বিজেপির বিরুদ্ধে সংবিধান ওএবং ভারতের জাতীয় আইকনকে অসম্মান করার অভিযোগ তুলেছেন। রাহুল গান্ধিকে নিয়ে প্রধানমন্ত্রী মোদি সাম্প্রতিক মন্তব্য করে দাবি করেছেন, সংবিধান হিসাবে চিহ্নিত “লাল বই”, যা কংগ্রেস নেতা রাহুল গান্ধি প্রদর্শন করছেন, তাতে ফাঁকা পৃষ্ঠা রয়েছে। রাহুল গান্ধি পাল্টা দাবি করেন, প্রধানমন্ত্রী মোদি মনে করেন যে বইটি “ফাঁকা”, কারণ তিনি এটি কখনও পড়েননি।
মহারাষ্ট্রের নন্দুরবারে এক জনসভায় রাহুল গান্ধি বলেন, সংবিধানে ভারতের আত্মা এবং বীরসা মুন্ডা, ডঃ বি আর আম্বেদকর এবং মহাত্মা গান্ধির মতো জাতীয় ব্যক্তিত্বরা যে নীতিগুলি কল্পনা করেছিলেন, তা রয়েছে। রাহুল গান্ধি লাল কভার সম্বলিত যে সংবিধানের রঙিন কপি বহন করেছিলেন তা নিয়ে বিজেপি নেতারাও সমালোচনা করেছিলেন। মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ পরামর্শ দিয়েছিলেন যে এটি “শহুরে নকশাল এবং নৈরাজ্যবাদীদের” সমর্থনের ইঙ্গিত দেয়। রাহুল গান্ধি বলেন, এই বইয়ের লাল রং নিয়ে বিজেপির আপত্তি রয়েছে। রং লাল না নীল তা নিয়ে আমাদের মাথাব্যথা নেই। আমরা এটি (সংবিধান) সংরক্ষণ করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং এর জন্য আমাদের জীবনও দিতে প্রস্তুত।
মোদিজি মনে করেন আমি যে সংবিধান নিয়ে এসেছি তা ফাঁকা। কারণ এতে কী আছে সে সম্পর্কে তাঁর কোনও ধারণা নেই। রাহুল গান্ধি বলেন, উনি জীবনে তা পড়েননি।
তিনি বলেন, বিজেপি ভারতের শ্রদ্ধেয় আইকনদের নীতিকে অপমান করছে। তিনি প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলেন, মোদিজি, এই বই খালি নেই। এতে ভারতের আত্মা ও জ্ঞান রয়েছে।
রাহুল গান্ধি তার ভাষণে আদিবাসী, দলিত এবং পিছিয়ে পড়া শ্রেণিকে সরকারি ক্ষেত্রে যথাযথ প্রতিনিধিত্ব করার পক্ষে সওয়াল করেন। সরকারে আদিবাসীদের সীমিত প্রতিনিধিত্ব প্রসঙ্গে তিনি বলেন, যে ৯০ জন আধিকারিক সরকার চালাচ্ছেন, তাদের মধ্যে মাত্র একজন আদিবাসী সম্প্রদায়ের।
আদিবাসীদের ‘বনবাসী’ বলে সম্বোধন করায় বিজেপির পরিভাষার সমালোচনা করে তিনি বলেন, এর মাধ্যমে আদিবাসীদের মৌলিক অধিকার বঞ্চিত জঙ্গলে আটকে রাখার ইচ্ছাই প্রতিফলিত হয়েছে। তিনি বলেন, আদিবাসীরাই দেশের প্রথম মালিক এবং জল, জঙ্গল ও জমির উপর তাঁদের প্রথম অধিকার রয়েছে।
‘ফাঁকা’ সংবিধান নিয়ে বিতর্ক
২০ নভেম্বর মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন ঘনিয়ে আসার সাথে সাথে বাকযুদ্ধ শুরু হয়েছে। বিজেপি ফাঁকা-বুক বিতর্ককে ব্যবহার করে সংবিধান এবং সংরক্ষণ সম্পর্কে গান্ধির অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছে। বিজেপির সোশ্যাল মিডিয়ায় ‘ভারতের সংবিধান’ লেখা ফাঁকা পাতার বই দেখানো হয়েছে, যা সম্প্রতি নাগপুরের একটি অনুষ্ঠানে কংগ্রেস বিতরণ করেছে বলে অভিযোগ করেছে তারা। জবাবে কংগ্রেস বলেছে, গোটা ভারত জানে যে বিজেপি এবং আরএসএস প্রকৃত সংবিধানের শত্রু।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct