আপনজন ডেস্ক: গত আইপিএলের নিলামের ঘটনা। নিলাম কমিশনার ভারতের সুরেশ রায়নার নাম তুললেন। ডাকলেন বারবার। তবে একবারও সেই আওয়াজ চেন্নাই সুপার কিংসের টেবিল পর্যন্ত গেল না। যেন কোনো সম্পর্কই নেই! অথচ আইপিএলে চেন্নাইয়ের যে সাফল্য, তাতে মহেন্দ্র সিং ধোনির পর রায়নার অবদানই সবচেয়ে বেশি।
মি. আইপিএলখ্যাত সেই রায়নার পরিণতিই হয়েছে ‘কে সে’ ধরনের। সাড়ে পাঁচ হাজারের বেশি রান করা রায়নার ক্ষেত্রে এমন হয়ে থাকলে সামর্থ্য তলানির দিকে থাকাদের কী অবস্থা হতে পারে, ভেবে দেখুন তো একবার! বিদেশি ক্রিকেটারদের জন্য বিষয়টি আরও কঠিন। এবারের নিলামে সেই কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে পারেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। বাঁহাতি এ অলরাউন্ডারের বয়স ৩৭। এর চেয়ে বড় বিষয়, বর্তমানে সময়ে ক্রিকেটার সাকিবের পারফরম্যান্স।
টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নেওয়া সাকিব সর্বশেষ ২৪ ইনিংসে ফিফটি করেছেন মাত্র ১টি। সেটা চলতি বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে, নেদারল্যান্ডসের বিপক্ষে। যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে হওয়া বিশ্বকাপে কন্ডিশন ছিল স্পিনারদের জন্য সহায়ক। সেখানে ৭ ম্যাচে বল হাতে নিয়ে সাকিবের অর্জন ৩ উইকেট।
এবার দেখা যাক, সাম্প্রতিক পারফরম্যান্স ছাড়াও আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলো খেলোয়াড় কেনার ক্ষেত্রে আর কী দেখে। সর্বশেষ আইপিএল ছিল রানবন্যার। ওভারপ্রতি রান উঠেছে ৯ রানের বেশি করে। যা আইপিএল ইতিহাসে সর্বোচ্চ। স্বাভাবিকভাবেই ফ্র্যাঞ্চাইজির চোখ থাকবে কোন ক্রিকেটার ঘন ঘন সীমানা পার করতে পারবেন। নিশ্চয়ই এই বিবেচনায় সাকিব তালিকার ওপরের দিকে থাকবেন না।
সেটা সাকিবের ক্যারিয়ারের সেরা সময় হলেও থাকতেন না। সাকিবের বোলিংয়েও আসলে সেই পুরোনো ধার নেই। সর্বশেষ যেবার সাকিব আইপিএল খেলেছেন, সেই ২০২১ সালে ৮ ম্যাচে উইকেট নিয়েছিলেন মাত্র ৪টি। আইপিএলে ব্যাটসম্যানদের কাছে খুব বেশি পাত্তা পান না তিনি। আর এখন তোর পরিস্থিতি আরও ভয়াবহ! এরই মধ্যে অভিষেক শর্মা, ট্রাভিস হেডদের মতো ‘হাতুড়িপেটা’ ব্যাটসম্যানদের উত্থান ঘটে গেছে। এ ছাড়া আছে ইমপ্যাক্ট ক্রিকেটারের নিয়ম। এই নিয়মে বদলি হিসেবে নেমে ব্যাটিং-বোলিং দুটিই করেন ইমপ্যাক্ট প্লেয়ার।
এটি মূলত ভারতীয়দের মধ্যে থেকে হওয়ার সম্ভাবনা বেশি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct