আপনজন ডেস্ক: ঘটনাটা ঘটে গতকাল আইপিএলে। গুজরাট টাইটানস ও কলকাতা নাইট রাইডার্স ম্যাচের আগে। টসের সময় ধারাভাষ্যকার ড্যানি মরিসনের সঙ্গে কথা বলছিলেন গুজরাটের অধিনায়ক শুবমন গিল। মরিসনের উপস্থাপনা তো সব সময়ই অননুমেয়। কখনো কখনো মজার ছলে এমন প্রশ্ন করে বসেন, বিব্রত হতে হয় তাঁর সামনে থাকা মানুষটাকে।
ভরা ইডেন গার্ডেনে মাইক হাতে শুরুতে বাংলায় কলকাতা, ‘কেমন আছ’ বলে শুরু করা মরিসন টসের পর প্রথম কথা বলেন কলকাতার অধিনায়ক অজিঙ্কা রাহানের সঙ্গে। এরপর গুজরাট অধিনায়কের সঙ্গে কথা বলতে গিয়ে মরিসন হঠাৎই বলে বসেন, ‘তোমাকে দেখে বেশ হাসিখুশি মনে হচ্ছে। কী ব্যাপার? বিয়ের ফুল ফুটছে নাকি? সামনেই কি বিয়ে?’
হঠাৎ এমন প্রশ্নে কিছুটা বিব্রত হয়ে পড়েন গিল। চোখমুখ লাল হয়ে যায় তাঁর। তারপর হাসতে হাসতে বলেন, ‘না, সে রকম কিছু না।’
গিলের সঙ্গে ভারতীয় কিংবদন্তি শচীন টেন্ডুলকারের কন্যা সারা টেন্ডুলকারের সম্পর্ক নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চর্চা দীর্ঘদিনের। গুঞ্জন ছিল, দুজন চুটিয়ে প্রেম করছেন। আবার কিছুদিন আগে শোনা গেছে, দুজনের মধ্যে নাকি সব চুকেবুকে গেছে। ইনস্টাগ্রামে নাকি গিল-সারা একজন অন্যজনকে ‘আনফলো’ করে দিয়েছেন।
আসল সত্যিটা কী, সেটা শুধু তাঁরা দুজনই বলতে পারবেন।
এই মান-অভিমানের মধ্যেই অবশ্য ব্যাট হাতে গিলের দাপট চলছে। গতকালও কেকেআরের বিপক্ষে ৫৫ বলে ৯০ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছেন গুজরাট অধিনায়ক। কলকাতার বিপক্ষে গুজরাট ৩৯ রানে ম্যাচ জেতার পর গিল হয়েছেন ম্যাচসেরাও। সপ্তম ম্যাচে এটা গুজরাটের পঞ্চম জয়। পয়েন্ট তালিকায়ও শীর্ষে গিলের দলই।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct