এম মেহেদী সানি , বসিরহাট, আপনজন: ‘ওয়াকফ সম্পত্তির মালিকানা আল্লাহর, ওয়াকফ সম্পত্তি নিয়ে মারাত্মক চক্রান্ত চলছে, আমাদের সকলকে এর বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হওয়া উচিত ৷ প্রস্তাবিত ওয়াকফ (সংশোধনী) বিল ২০২৪ এ প্রত্যাহার করতে হবে, ওয়াকফ সম্পত্তির তছরূপ আমরা মানতে পারব না ৷’ উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাটের খামারআটি ‘মাদ্রাসা জাকারিয়া (রহঃ) দারুল কুরআন’ থেকে প্রস্তাবিত ওয়াকফ (সংশোধনী) বিল ২০২৪-এর সমস্যার কথা তুলে ধরে এমন ভাষাতেই কড়া সমালোচনা করেন পশ্চিমবঙ্গ রাজ্য জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি রাজ্যের মন্ত্রী মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী ৷ সিদ্দিকুল্লাহ জানান, ‘পশ্চিমবঙ্গ রাজ্য জমিয়তে উলামার ডাকে আগামী ২৮ শে নভেম্বর, বৃহস্পতিবার, দুপুর ১২ টায় কলকাতা ধর্মতলায় একটি প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়েছে। কারণ ওয়াকফ আইন পরিবর্তনের মাধ্যমে সংখ্যালঘুদের প্রত্যেকটি ক্ষেত্রে টুটি চেপে ধরার কৌশল চলছে ৷’ আমাদের নিজস্ব সত্তা বলে আর কিছুই থাকবে না বলেও মন্তব্য করেন সিদ্দীকুল্লাহ ৷ ওই দিন সমাবেশ থেকে রাজ্য জমিয়তে উলামার প্রতিনিধিরা একদিকে যেমন প্রস্তাবিত ওয়াকফ (সংশোধনী) বিল প্রত্যাহারের দাবী জানাবেন পাশাপাশি আরও কয়েকটি দাবিও রয়েছে বলে জানা গিয়েছে ৷ উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাটের খামারআটি ‘মাদ্রাসা জাকারিয়া (রহঃ) দারুল কোরআন’-এ মঙ্গলবার জমিয়তে উলামার উত্তর ২৪ পরগনা জেলা ওয়ার্কিং কমিটি এবং ব্লক প্রতিনিধিদের নিয়ে ২৮ শে নভেম্বর কলকাতার সমাবেশের প্রস্তুতি সভা সারেন সিদ্দিকুল্লাহ ৷ ওয়াকফ সম্পত্তি বাঁচাতে সকল মানুষকে ধর্মতলার সমাবেশে উপস্থিত হওয়ার আহ্বান জানান তিনি ৷ কলকাতা কেন্দ্রিক সমাবেশ করার কারণ ব্যাখ্যা করতে গিয়ে সিদ্দিকুল্লাহ বলেন, ‘কলকাতা সমাবেশ থেকে আমরা কেন্দ্রীয় সরকার সহ বিশ্ব দরবারে আমাদের আওয়াজ পৌঁছে দিতে চাই ৷’ প্রস্তাবিত ওয়াকফ (সংশোধনী) বিল ২০২৪ এ প্রত্যাহারের দাবি সহ অন্যান্য দাবি সমূহের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘একটি অশুভ শক্তি বিশ্বজুড়ে বিভিন্ন সময়ে প্রিয় নবী হযরত মুহাম্মদের (সা:) প্রতি কুরুচিকর মন্তব্য করে দেশে তথা বিশ্বে বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টি চেষ্টা করছে যা একটি পরিকল্পিত চক্রান্ত ৷ এই অন্যায় আচরণের বিরুদ্ধে আইন ও সংবিধান মেনে গণতান্ত্রিক পদ্ধতিতে জোরালো আন্দোলন হওয়া প্রয়োজন ৷ সমাবেশ থেকে জমিয়তে উলেমা অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাবে ৷ দ্বিতীয়ত, সমাবেশ থেকে আমরা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের দাবি জানাবো ৷’ পশ্চিমবঙ্গ রাজ্য জমিয়তে উলামায়ে হিন্দের ২৮শে নভেম্বর কলকাতার সমাবেশ সফল করার জন্য জেলা জমিয়তের প্রতিনিধিদের প্রতি এ দিন বেশ কিছু নির্দেশ দিলেন সভাপতি মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী ৷ বলেন, ট্রেনে, বাসে বা কলকাতায় পথচারী, রোগী, ছাত্র-ছাত্রীদের চলতে যাতে সমস্যা না হয় সে বিষয়ে খেয়াল রাখতে হবে । মাদ্রাসায় ছোট ছাত্র কোনো ভাবে যেন না আসে’ পাশাপাশি জুম্মার নামাজের সময় ইমাম সাহেবদের বিষয়টি নিয়ে সর্বসাধারণের অবগত করার জন্য আবেদন জানান সিদ্দিকুল্লাহ ৷ উত্তর ২৪ পরগনা জেলা জমিয়তের সম্পাদক ও বিশিষ্ট শিক্ষক কাজী আরিফ রেজা সমগ্র অনুষ্ঠান সঞ্চালনার মধ্যে দিয়ে এ দিন ওয়াকফ সংশোধনী বিল-২০২৪ এর ভ্রান্ত দিকগুলি তুলে ধরেন ৷ বলেন, ‘ধর্মতলার সমাবেশে উত্তর ২৪ পরগনা থেকে ২৮শে নভেম্বর হাজার হাজার মানুষ উপস্থিত হবেন ৷’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct