সজিবুল ইসলাম, ডোমকল, আপনজন: প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার পিচ রাস্তার কাজ শুরু হয়েছে,আর সেই পিচ রাস্তার উপরে পিচের কাজের আগেই রাতের অন্ধকারে পিচের ড্রামে জল মেশানোর অভিযোগ এজেন্সির বিরুদ্ধে ঘটনায় আটক তিন জন শ্রমিক।
ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার ডোমকল ব্লকের মধুরকুল অঞ্চলের সুলতানপুর এলাকায়, প্রায় সাড়ে সাত কিলোমিটার পিচ রাস্তার কাজ শুরু হয়েছে আর সেই কাজ শুরু মধ্যেই দুর্নীতির অভিযোগ উঠলো রাস্তার কাজের এজেন্সির বিরুদ্ধে ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ওই এলাকায় ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত্রিতে,ঘটনার খবর পেয়ে ঘটনা স্থলে যায় ডোমকল থানার পুলিশ,পুলিশ পৌঁছিয়ে তিন জনকে আটক করেন পুলিশ,পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। যদিও স্থানীয় কংগ্রেসের গ্রাম পঞ্চায়েত সদস্য উরফান মন্ডল বলেন জনগণের জন্য রাস্তা আর সেই রাস্তার কাজে কোনো দুর্নীতি মানা হবে না সঠিক নিয়মে রাস্তার কাজ করতে হবে,কাজ সঠিক না করলে কাজ বন্ধ থাকবে।
একই ভাবে এলাকার মহিলারাও বলেন কেনো রাস্তার কাজের পিচের ড্রামে রাতের অন্ধকারে জল মেশাবে কেনো,যদি জল মেশানোর নিয়ম থাকে সেটা দিনের বেলায় করবে। স্থানীয় লাল্টু মন্ডল বলেন রাত্রিতে আমার পুকুরের মাছ দেখতে বেরিয়েছিলাম তখনই দেখি কয়েক জোন ব্যাক্তি কথা বলছে সেই দেখে কাছে যেতেই দেখি যে পিচের ড্রামে জলের পাইব দিয়ে জল ঢালছে,সেই দেখে চিৎকার চেঁচামেচি করতেই গ্রামের মানুষ জমে যায় খবর দেওয়া হয় থানায় পুলিশ এসে তিন জনকে আটক করে নিয়ে যায়। যদিও লাল্টু মণ্ডলের দাবি রাতের অন্ধকারে কেনো জল মেশাবে যদি সত্যি নিয়মে থাকে তাহলে দিনের বেলায় কাজ করার সময় মেশাবে। বেশি মুনাফার জন্য নিম্নমানের কাজ করার চেষ্টা করেছে এজেন্সি। ঘটনায় রাস্তার এজেন্সির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলে যোগাযোগ করা সম্ভব হয়নি। ঘটনায় সঠিক রাস্তার দাবি জাননা গ্রামবাসীরা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct