আপনজন ডেস্ক: অস্ট্রেলিয়া–ভারত পাঁচ ম্যাচের বোর্ডার–গাভাস্কার ট্রফি শুরু হবে ২২ নভেম্বর। পার্থে টেস্ট চলার মধ্যেই ২৪ ও ২৫ নভেম্বর সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত হবে আইপিএলের মেগা নিলাম। এই নিলামে উপস্থিত থাকার জন্য অস্ট্রেলিয়া–ভারত টেস্টে নিজেদের কাজ ফেলে আইপিএলে যাবেন ড্যানিয়েল ভেট্টরি, রিকি পন্টিং ও জাস্টিন ল্যাঙ্গার।
এর মধ্যে পন্টিং ও ল্যাঙ্গার পার্থ টেস্টে ধারাভাষ্যের দায়িত্বে আছেন। আর ভেট্টরি আছেন সরাসরি খেলার সঙ্গেই। নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক এখন অস্ট্রেলিয়া জাতীয় দলের সহকারী কোচ।
ভেট্টরিদের আইপিএল নিলামে উপস্থিতির খবর দিয়েছে অস্ট্রেলিয়ার দ্য এজ। সংবাদমাধ্যমটি জানিয়েছে, আইপিএলের মেগা নিলাম থেকে দল গোছানোর জন্য পার্থ থেকে জেদ্দায় যাবেন তিন কোচ। ভেট্টরি অস্ট্রেলিয়া জাতীয় দলের সহকারী কোচ, পাশাপাশি সানরাইজার্স হায়দরাবাদের প্রধান কোচ। পন্টিং আছেন পাঞ্জাব কিংসে, আর ল্যাঙ্গার লক্ষ্ণৌ সুপার জায়ান্টসে।
আইপিএল নিলামে খেলোয়াড় কেনার টেবিলে ফ্র্যাঞ্চাইজির মালিকদের সঙ্গে কোচ, সহকারী কোচ, অধিনায়কেরা থাকেন। এবার যেহেতু মেগা নিলাম—প্রতিটি দলই গড়ে ১০ জন করে কিনবে। যে কারণে নিলামের সময় টিম ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত ব্যক্তিদের উপস্থিত থাকা এবং তাৎক্ষণিকভাবে বুদ্ধিমত্তার সঙ্গে স্কোয়াড সাজানোর বিষয়টি গুরুত্বপূর্ণ।
হায়দরাবাদের জন্য নিলামে ভেট্টরির উপস্থিত থাকার বিশেষ প্রয়োজনীয়তাও আছে। কারণ, নিলামের সময় অধিনায়ক প্যাট কামিন্স উপস্থিত থাকতে পারবেন না। যখন জেদ্দায় নিলাম চলবে, কামিন্স তখন পার্থে অস্ট্রেলিয়া দলকে নেতৃত্ব দেবেন। যে কারণে নিলামে কোচ, অধিনায়ক—দুজনের অনুপস্থিতি যে করেই হোক এড়াতে চাইবে হায়দরাবাদ। তবে দ্য এজের খবরে বলা হয়, আইপিএল নিলামের জন্য ভেট্টরির ছুটির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো হয়নি।
এবারের আইপিএল নিলামে মোট ১ হাজার ৫৭৪ জন খেলোয়াড় নিবন্ধন করেছেন। এর মধ্যে ৪০৯ জন বিদেশি। প্রতিটি দল মোট ২৫ জনের স্কোয়াড বানাতে পারবে, যার মধ্যে সব ফ্র্যাঞ্চাইজিই আগের মৌসুম থেকে ৪–৬ জনকে এরই মধ্যে ধরে রেখেছে। সব মিলিয়ে এবার নিলামে বিক্রি হতে পারেন সর্বোচ্চ ২০৪ ক্রিকেটার।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct