আপনজন ডেস্ক: সোমবার বঞ্চিত চাকরি প্রার্থীদের ডাকা নবান্ন অভিযান স্থগিত রইল। শনিবার বঞ্চিত চাকরি প্রার্থীদের যে সংগঠনগুলো এই নবান্ন অভিযানের ডাক দিয়েছিল, তাদের পক্ষে ঐক্য মঞ্চের নেতা আশিস খামরুই সোমবার নবান্ন অভিযান স্থগিত রাখার কথা ঘোষণা করেন। ঐক্য মঞ্চের পক্ষ থেকে কলকাতা পুলিশ ও হাওড়া প্রশাসনকে চিঠি দিয়ে নবান্ন অভিযান স্থগিতের কথা জানানো হয়।
শুক্রবার ভবানী ভবন লালবাজার এবং হাওড়া পুলিশ কমিশনারেটের শীর্ষ-কর্তাদের সঙ্গে চাকরি হারা ঐক্য মঞ্চের নেতাদের বৈঠক হয়। ওই বৈঠকে ঐক্যমঞ্চের নেতাদের প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয় তাদের দাবি দাবা সরকারকে জানানো হবে। কথা বলা হবে মুখ্য সচিবের সঙ্গে। অতি দ্রুত তাদের সমস্যা সমাধান যাতে হয় সেই প্রচেষ্টা চালাবে পুলিশকর্তারা। এরপরই শনিবার নবান্ন অভিযান স্থগিত রাখার কথা ঘোষণা করেন ঐক্য মঞ্চের নেতারা। চাকরিহারা ঐক্য মঞ্চের আহ্বায়ক আসিস খামরুই বলেন, পুলিশ আধিকারিকদের সঙ্গে বারবার বৈঠক হয়েছে। তারা নবান্ন অভিযান না করার অনুরোধ জানিয়েছেন। দাবিগুলি বিবেচনা করা হবে বলে কথা দিয়েছেন। পুলিশকর্তারা সময় চেয়েছেন। আইনশৃঙ্খলার অবনতি হোক তা কেউই চায় না।
তাই নবান্ন অভিযান সোমবারের স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct