আপনজন ডেস্ক: উত্তপ্রদেশের প্রয়াগরাজে মহাকুম্ভে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনাকে ‘মৃত্যুকুম্ভ’ বলে মন্তব্য করায় বিজেপির সমালোচনার মুখে পড়েন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার প্রতিক্রিয়ায় বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মধ্যে ঐক্যের গুরুত্ব পুনর্ব্যক্ত করেন। কলকাতায় একটি বেসরকারি স্বাস্থ্যকেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ২০১১ সালের জানুয়ারিতে হাওড়া জেলায় পোলিও আক্রান্ত হওয়ার কথা উল্লেখ করেন।
তিনি তুলে ধরেন যে কীভাবে তাঁর নবগঠিত সরকার সমস্ত সম্প্রদায়ের মানুষের সাথে সহযোগিতা করেছিল ও পোলিও টিকাকরণের বিরুদ্ধাচারণ মনোভাবকে পরাজিত করেছিল। যার কারণে পরের বছর পশ্চিমবঙ্গকে পোলিও মুক্ত করেছিল। তিনি বলেন, আমি বুঝতে পেরেছিলাম যে প্রতিটি শিশুকে টিকা দিতে হলে আমাদের সবাইকে আস্থায় নিতে হবে। আমি পুরোহিত, ইমাম এবং মুয়াজ্জিনদের কাছে পৌঁছেছি। তাদের ধর্মীয় দায়িত্ব পালন করতে এবং সামাজিক দায়িত্বও নিতে বলেছি। তারা আমাকে সমর্থন করেছিলেন এবং এক বছরের মধ্যে আমরা রাজ্যকে পোলিও মুক্ত করেছি। তিনি বলেন, সবাইকে আস্থায় নিলে যে কাজ করা সম্ভব, তা নিয়ে একবারের জন্যও ভাবছেন না কেন? কে বলেছে যে আমি আমার ধর্মকে সম্মান করি না? আমরা প্রত্যেককে এবং সব সংস্কৃতিকে সম্মান করি। ‘ঐক্য ও বৈচিত্র্য’ আমাদের ঐতিহ্য, উৎস, আমাদের দর্শন এবং আমাদের আদর্শ।
উল্লেখ্য, রাজ্য বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত মাসে পদপিষ্ট হয়ে কমপক্ষে ৩০ জনের মৃত্যুর কারণে মহাকুম্ভকে ‘মৃত্যুকুমম্ভ’ বলে অভিহিত করায় বিজেপির চরম সমালোচনার শিকার হয়েছিলেন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct