আপনজন ডেস্ক: রাশিয়ার সেনা ইউনিট সম্পর্কে আমেরিকা গোয়েন্দা তথ্য সরবরাহ করার কারণে ইউক্রেন বহু রুশ জেনারেলকে হত্যা করতে সক্ষম হয়েছে। এই দাবি করেছে খোদ মার্কিন গণমধ্যম নিউইয়র্ক টাইমস। বুধবার আমেরিকার শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের বরাত দিয়ে নিউইয়র্ক টাইমস খবর দিয়েছে, রাশিয়ার সম্ভাব্য সেনা মুভমেন্টের ব্যাপারে ওয়াশিংটন ইউক্রেনকে বিস্তারিত তথ্য জানিয়েছে। এই তথ্যের মধ্যে রাশিয়ার ভ্রাম্যমাণ সামরিক সদরদপ্তরের অবস্থান সম্পর্কেও জানানো হয়। এসব তথ্য এবং ইউক্রেনের নিজস্ব গোয়েন্দা তথ্য রাশিয়ার সেনা অবস্থানে গোলন্দাজ এবং অন্যান্য হামলা চালাতে সাহায্য করে যার ফলে রাশিয়ার বহু জেনারেল নিহত হয়েছেন। নিউইয়র্ক টাইমসের মতে, ইউক্রেনের সেনা কর্মকর্তারা বলছেন, যুদ্ধক্ষেত্রে তারা রাশিয়ার ১২ জন জেনারেলকে হত্যা করেছেন।ইউক্রেনকে গোয়েন্দা তথ্য সরবরাহের ব্যাপারে জানতে চাইলে পেন্টাগনের মুখপাত্র জন কিরবি বলেন, “এ ব্যাপারে আমরা বিস্তারিত কোনো তথ্য জানাবো না।” তবে তিনি ইউক্রেনকে গোয়েন্দা তথ্য সরবরাহের কথা স্বীকার করেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct