সজিবুল ইসলাম, মুর্শিদাবাদ, আপনজন: বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন আর তার আগে দলকে শক্তিশালী করতে মরিয়া সমস্ত রাজনৈতিক দল, তেমনি ভাবে শাসক দল তৃণমূল কংগ্রেসের নেতৃতরাও দলকে শক্তিশালী করতে মরিয়া হয়ে পড়েছে,শনিবার বিকেলে মুর্শিদাবাদ জেলার ডোমকল ব্লকের ঘোড়ামারা অঞ্চলের মোমিনপুর মোড়ে বিধায়ক জাফিকুল ইসলামের নির্দেশে অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ও প্রধান প্রতিনিধি সৌরভ হোসেনের ঐকান্তিক প্রচেষ্টায় প্রায় দুই হাজার বিরোধী দলের কর্মী সমর্থকরা সাংসদ আবু তাহের খানের হাত ধরে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা হাতে ধরেন।
সাংসদ আবু তাহের খান বলেন ডোমকল ব্লকের ঘোড়ামারা অঞ্চলে বাম -কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান করেন প্রায় দুই হাজার কর্মী সমর্থকরা। শনিবার সন্ধ্যা নাগাদ ঘোড়ামারা অঞ্চলের মোমিনপুর মোড়ে তৃণমূল কংগ্রেসের আয়োজিত একটি সভা মঞ্চে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের সাংসদ আবুতাহের খাঁনের উপস্থিতিতে স্থানীয় নেতা সৌরভ হোসেনের নেতৃত্বে সম্পূর্ন হয় এদিনের যোগদান কর্মসূচি।যোগদান শেষে প্রধান প্রতিনিধি সৌরভ হোসেন বলেন আমাদের সর্বভারতীয় সভানেত্রী সভানেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে আমাদের বিধায়ক জাফিকুল ইসলামের পথ অনুসর করে সাংসদ আবু তাহের খানের কথা মতো আমরা সংগঠনকে শক্তিশালী করার চেষ্টা করছি,যার কারণে এই অঞ্চলে বিরোধী শুন্য হয়ে যাচ্ছে ।আগামী বিধানসভা নির্বাচনে দলের ভালো ফল করবে এই অঞ্চল বলেও তিনি জানান।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct