আপনজন ডেস্ক: লা লিগা কর্তৃপক্ষ এখনো নিশ্চিত করেনি। তবে লা লিগার অফিশিয়াল সম্প্রচারক ‘মুভিস্টার’ গতকাল জানিয়েছে, লিগে এবারের দ্বিতীয় ‘এল ক্লাসিকো’ হবে আগামী ১১ মে। অনেকের চোখেই এ ম্যাচ হতে পারে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের মধ্যে শিরোপা নির্ধারণী লড়াই।
৩১ ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে বার্সা। সমান ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বীদের সঙ্গে ৪ পয়েন্ট ব্যবধানে পিছিয়ে দুইয়ে রিয়াল (৬৬)। দুই দলেরই হাতে আর ৭টি করে ম্যাচ। ৩০ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে তিনে আতলেতিকো মাদ্রিদ। শীর্ষে থাকা বার্সার সঙ্গে ১০ পয়েন্ট ব্যবধানে পিছিয়ে দিয়েগো সিমিওনের দল। দুই সপ্তাহের মধ্যে এটা হবে দ্বিতীয় ‘এল ক্লাসিকো’। ২৬ এপ্রিল কোপা দেল রে ফাইনালেও মুখোমুখি হবে রিয়াল–বার্সা। চলতি মৌসুমে এর আগে দুবারের মুখোমুখিতেই জিতেছে বার্সা। গত অক্টোবরে লিগে রিয়ালের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে ৪–০ গোলে জেতে হান্সি ফ্লিকের দল। এরপর গত জানুয়ারিতে সৌদি আরবে স্প্যানিশ সুপার কাপ ফাইনালেও রিয়ালকে ৫–২ গোলে হারায় কাতালান ক্লাবটি।
মৌসুম শেষে লিগে রিয়াল ও বার্সার পয়েন্ট সমান হলে গত অক্টোবরে বার্সার ৪ গোলের সেই জয় গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। লিগে দ্বিতীয় ‘এল ক্লাসিকো’ রিয়াল যদি ৩–০ গোলেও জেতে এবং মৌসুম শেষে দুই দলের পয়েন্ট সমান হয়, তখন মুখোমুখি লড়াইয়ে গোলের হিসাবে বার্সার ৪ গোলের সেই জয় দুই দলের মধ্যে ব্যবধান গড়ে দিতে পারে।
এবারের মৌসুমে দুই দলেরই ট্রেবল জয়ের সুযোগ আছে। তবে সেই দৌড়ে রিয়াল একটু পিছিয়ে পড়েছে। চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে আর্সেনালের কাছে ৩–০ গোলে হেরেছে রিয়াল। বুধবার মাদ্রিদের ক্লাবটির মাঠে ফিরতি লেগ।
সে তুলনায় বার্সা বেশ সুবিধাজনক অবস্থানে। কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে ৪–০ গোলে জিতেছে বার্সা। আগামীকাল রাতে ডর্টমুন্ডের মাঠ সিগনাল ইদুনা পার্কে ফিরতি লেগ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct