আপনজন ডেস্ক: ল্যান্সিং ইংলিশ ফুটবলে অষ্টম স্তরের ক্লাব। আধা পেশাদার দলগুলোর আঞ্চলিক ফুটবল প্রতিযোগিতা ইসমিয়ান লিগে প্রতিদ্বন্দ্বিতা করে। এ লিগেরই ম্যাচে থ্রি ব্রিজেস ক্লাবের মুখোমুখি হওয়ার কথা ছিল ল্যান্সিংয়ের। কিন্তু ম্যাচটি তারা স্থগিত করতে বাধ্য হয়েছে। কারণ, খেলোয়াড়সংকট এবং সেই সংকটের কারণও বেশ অদ্ভুত। অন্তত আধা পেশাদার লিগে প্রতিদ্বন্দ্বিতা করা কোনো দলের জন্য এমন কিছু অদ্ভুত তো বটেই। ল্যান্সিংয়ের দুজন খেলোয়াড় ডাক পেয়েছেন বারমুডা জাতীয় দলে। শুধু তা–ই নয়, ক্লাবটির আরও দুজন খেলোয়াড় ডাক পেয়েছেন বিশ্ব মিনি ফুটবল ফেডারেশনের (ডব্লুএমএফ) অনূর্ধ্ব-২৩ বিশ্বকাপের ইংল্যান্ড দলে।
ইসমিয়ান লিগ ম্যাচটি স্থগিত করতে রাজি হয়েছে। বিবিসি জানিয়েছে, ল্যান্সিংয়ের মিডফিল্ডার নরি স্কট ও ফরোয়ার্ড লুক রবিনসন কনক্যাকাফ নেশনস লিগের জন্য বারমুডা দলে ডাক পেয়েছেন। কাল বাংলাদেশ সময় ভোরে স্বাগতিক হয়ে ডমিনিকার মুখোমুখি হবে বারমুডা। পশ্চিম সাসেক্সের এই ক্লাবটির আরও দুজন খেলোয়াড় চার্লি গিবসন এবং স্যাম বুল ডাক পেয়েছেন ইংল্যান্ডের মিনি ফুটবল দলে। ক্রোয়েশিয়ায় সিক্স-এ-সাইড অনূর্ধ্ব-২৩ মিনিফুটবল বিশ্বকাপে প্রতিদ্বন্দ্বিতা করবে ইংল্যান্ড। ইংল্যান্ডের গ্রামাঞ্চলের আধা পেশাদার একটি ফুটবল ক্লাবের জন্য এমন ঘটনা বিরলই বটে। বিবিসিকে সে কথাই বলেছেন ল্যান্সিংয়ের চেয়ারম্যান ব্যারি সাটন, ‘এ পর্যায়ের একটি ক্লাবের জন্য ব্যাপারটা অদ্ভুত। একজন ডাক পাওয়ায় (গত বছর নরি স্কট) আমরা উদ্যাপন করেছি। কিন্তু একই সপ্তাহে চারজনের ডাক পাওয়ার ঘটনা এর আগে কখনো শুনিনি।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct