আপনজন ডেস্ক: যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের জয় নিশ্চিত হতেই নিজের একটা ‘মিম’সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করেছেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক। মাস্কের পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে, তিনি বেসিন হাতে হোয়াইট হাউসের ওভাল অফিসে আছেন। ইলন মাস্ক বেশ কিছু দিন ধরেই রিপাবলিকানদের হয়ে প্রচার চালিয়ে আসছিলেন। ট্রাম্পের জন্য অর্থও ব্যয় করেছেন বিশ্বের অন্যতম ধনী এই ব্যক্তি।
বুধবার ডোনাল্ড ট্রাম্পের বিজয় নিশ্চিত হতেই (২৭০ ইলেকটোরাল কলেজ ভোট) এক্সে একটি ‘মিম’ পোস্ট করেন ইলন মাস্ক। এক্সে ইলন মাস্কের পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে, তিনি বেসিন হাতে হোয়াইট হাউসের ওভাল অফিসে আছেন।
এর আগে ইলন মাস্ক যখন এক্স (সাবেক টুইটার) কিনে নিয়েছিলেন, তখনও বেসিন হাতে টুইটারের অফিসে যাওয়ার ছবি পোস্ট করেছিলেন। এদিকে, নির্বাচনে বিজয়ী হওয়ার প্রাক্কালে বক্তব্য দিতে গিয়ে ইলন মাস্ক ‘নতুন তারকা’ হিসেবে আখ্যায়িত করেছেন ডোনাল্ড ট্রাম্প।
মার্কিন প্রেসিডেন্ট হতে গেলে ৫৩৮টির মধ্যে ইলেকটোরাল কলেজের ২৭০টি ভোট দরকার পড়ে। সেই ম্যাজিক ফিগার ছাড়িয়ে ২৭৯ ইলেকটোরাল কলেজ ভোট পেয়ে ৪৭তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচনে বিজয়ী হলেন ট্রাম্প।
অন্যদিকে, প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস পেয়েছেন ২২৩ ইলেকটোরাল কলেজ ভোট।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct