সুলেখা নাজনিন, কলকাতা, আপনজন: ২০২৪-এর লোকসভা নির্বাচনে রাজ্যের ৪২টি আসনে প্রার্থী ঘোষণা করে রবিবার চমক দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। একই দিনে এবং জনসমাবেশে এভাবে প্রার্থী ঘোষণা তৃণমূলের ইতিহাসে এই প্রথম। সেই সঙ্গে রমজানের ঠিক প্রাককালে এই ৪২ আসনের মধ্যে ছটি আসনে মুসলিমদেরকে প্রর্থী করেছেন। তবে ২০১৯ লোকসভা নির্বাচনে তৃণমূল সাতজন মুসলিম প্রার্থী দিলেও এবার কমিয়ে করে দেওয়া হল ছজন। যে ছজন মুসলিমকে লোকসভা নির্বাচনে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস তারা হলেন, মালদহ দক্ষিণ আসনে শাহনওয়াজ আলি রাইহান, জঙ্গিপুর আসনে খলিলুর রহমান, বহরমপুর আসনে ইউসুফ পাঠান (প্রখ্যাত ক্রিকেটার), মুর্শিদাবাদ আসনে আবু তাহের খান, বসিরহাট আসনে হাজী নুরুল ইসলাম এবং উলুবেড়িয়া আসনে সাজদা আহমেদ।
তবে চমকের মধ্যে অন্যতম হলেন প্রাক্তন তারকা ক্রিকেটার ইউসুফ পাঠান এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষক তথা ছাত্র সংগঠন স্টুডেন্ট ইসলামিক অর্গানাইজেশনের প্রাক্তনী শাহনওয়াজ আলি রাইহান। প্রধামনন্ত্রী নরেন্দ্র মোদির রাজ্য গুজরাতের বরোদার বাসিন্দা ইউসুফ পাঠানকে ৬৭ শতাংশ মুসলিম ভোটার সম্বলিত বহরমপুর কেন্দ্রে তৃণমূল প্রার্থী করে প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বহরমপুরের বর্তমান সাংসদ অধীর রঞ্জন চৌধুরিকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে। যদিও কিছুৃদিন আগে অধীর যে কোনও ধরনের চ্যালেঞ্জের মোকাবিলা করতে প্রস্তুত বলে জানিয়েছিলেন। পশ্চিমবঙ্গে কংগ্রেসের সঙ্গে নির্বাচনী সমঝোতাকে বাই বাই জানিয়ে মমতা যে দুটি কংগ্রেসের খাসতালুককে পাখির চোখ করেছেন তার মধ্যে অন্যতম হল এই বহরমপুর। আর অন্যটি হল সাংসদ আবু হাসেম খান চৌধুরি (ডালু)-র কেন্দ্র মালদা দক্ষিণ। কংগ্রেসের শক্ত ঘাঁিটি হিসেবে পরিচিত গণি খান চৌধুরির দৌলতে। তারই পরিবারের সুনাম বহন করে তার ভাই আবু হাসেম খান চৌধুরি এখন কংগ্রেস সাংসদ। সুজাপুরের খান পরিবারের সন্তানকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে মমতা বন্দ্যোপাধ্যায় এবার প্রার্থী করেছেন কালিয়াচকের ভূমিপুত্র অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের তরুণ গবেষক শাহনওয়াজ আলি রাইহানকে। শাহনাওয়াজ আলি রাইহান রাজ্যের মুসলিম তরুণদের কাছে পরিচিত নাম। বিশেষ করে ছাত্র সংগঠন স্টুডেন্ট ইসলামিক অর্গানাইজেশনের দায়িত্বে থাকাকালীন মুসলিম তরুণ সমাজের শিক্ষার উন্নতির লক্ষ্যে তার সক্রিয়তা ছিল প্রশংসনীয়। দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়ার প্রাক্তনী শাহনওয়াজ আলি রাইহান প্রাবন্ধিক হিসেবেও সুপ্রতিষ্ঠিত। রাইহানকে এবার লড়তে হবে গণি পরিবারের সন্তানের সঙ্গে। বরাবর সোশ্যাল মিডিয়ায় সোচ্চার শাহনওয়াজ আলি রাইহান বেশ কিছুদিন ধরে বিজেপির বিরোধী নানা পোস্ট করছিলেন। আর সেই আহ্বান জানাচ্ছিলেন রাজ্যে বিজেপিকে হারানোর জন্য। তাই তাকে একসময় তৃণমূলের চরম সমালোচনা করে গেলেও বর্তমান প্রেক্ষাপটে নজিরবিহীনভাবে তৃণমূলকে সমর্থনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। তারপরই তার জীবনে তৃণমূলের হয়ে প্রার্থী হওয়ার সুযোগ মিলল। অন্যদিকে, ইউসুফ পাঠান তাকে প্রার্থী করায় সোশ্যাল মিডিয়া জানিযেছেন, ইউসুফ পাঠান ফেসবুক ওয়ালে লেখেন - আমি চিরকালের জন্য শ্রীমতী @MamataOfficial এর কৃতজ্ঞ, যিনি আমাকে TMC পরিবারে স্বাগত জানিয়েছেন এবং পার্লামেন্টে জনগণের কণ্ঠস্বর হওয়ার দায়িত্বে আমার প্রতি বিশ্বাস রেখেছেন। জনগণের প্রতিনিধি হিসেবে, দরিদ্র ও বঞ্চিতদের উন্নতি সাধন আমাদের কর্তব্য, এবং আমি আশা করি সেটা অর্জন করতে পারব।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct