আজিম শেখ ও শেখ রিয়াজুদ্দিন, বীরভূম, আপনজন: অসংগঠিত সড়ক পরিবহন শ্রমিকদের জন্য সামাজিক সুরক্ষা আইন প্রণয়ন করতে হবে। ভারতীয় ন্যায় সংহিতার ১০৬ এর (১) এবং (২) ধারা প্রত্যাহার করতে হবে। মোটর ভেহিকেল সংশোধনী আইন ২০১৯ শ্রমিক স্বার্থে সংশোধন করতে হবে। শ্রমিক বিরোধী শ্রমকোড বাতিল করো। এই দাবিতে পরিবহন শ্রমিকদের বিক্ষোভ সভা রামপুরহাট বাস স্ট্যান্ডে। সিআইটিইউ অনুমোদিত বীরভূম জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের রামপুরহাট শাখার আহ্বানে রামপুরহাট বাসস্ট্যান্ডে বিক্ষোভ সভায় বক্তব্য রাখেন শ্রমিক নেতা অমিতাভ সিং, খুরশেদ আলম, হিমাদ্রি শুভ্র ব্যানার্জী। সভাপতিত্ব করেন গৌরাঙ্গ মন্ডল। বিক্ষোভ সভায় শ্রমিক নেতা অমিতাভ সিং বলেন ৮ ঘন্টা কাজ, সাপ্তাহিক ছুটি, ন্যূনতম মজুরি, পিএফ, ইএসআই ইত্যাদির মত কোন বিধিবদ্ধ আইন অসংগঠিত পরিবহন শ্রমিকদের জন্য লাগু করছে না সরকার। বামফ্রন্ট সরকারের করা পরিবহন শ্রমিকদের জন্য সামাজিক সুরক্ষা প্রকল্প কার্যত বন্ধ। পুলিশি হয়রানি পরিবহন শ্রমিকদের নিত্যদিনের সঙ্গী। সড়ক পরিবহন শ্রমিকেরা জীবনের ঝুঁকি নিয়ে সমস্ত আবহাওয়ায় পরিষেবা দিয়ে চলেছে। কোভিড মহামারী চলাকালীন সারা দেশ যখন লকডাউন তখন পরিবহন শ্রমিকেরা ছিল রাস্তায়, অথচ সড়ক পরিবহন শ্রমিকদের সরকার অবহেলা করে চলেছে। সড়ক পরিবহন থেকে প্রতিবছর কেন্দ্রীয় সরকারের আয় প্রায় পাঁচ লক্ষ কোটি টাকা, পরিবহন ক্ষেত্র, কৃষির পরে দ্বিতীয় সর্বোচ্চ কর্মসংস্থানের ক্ষেত্র, তাই পরিবহন শ্রমিকদের দাবি মানা সরকারের দায়িত্ব। ডিজেলের দাম, বীমা প্রিমিয়াম এবং টোল চার্জ কমাতে হবে। প্রাইভেট ফাইন্যান্স কোম্পানির খপ্পর থেকে ছোট মালিকদের রক্ষা করতে জাতীয়করণকৃত আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে ক্ষুদ্র মালিকদের ঋণের ব্যবস্থা করতে হবে। অসংগঠিত সড়ক পরিবহন শ্রমিকদের জন্য সামাজিক সুরক্ষা আইন প্রণয়ন করতে হবে। সভা থেকে শিক্ষা দুর্নীতিতে যুক্ত সব মাথাদের শাস্তি চাই। মিচিল থেকে ২০ শে এপ্রিল চলো চলো ব্রিগেড চলো আহ্বান জানানো হয়।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct