আসিফ রনি, বহরমপুর, আপনজন: তৃণমূল কর্মী খুনের মাঝে ফের খুন বহরমপুরে। এবার টোটো চালক। ছিনতাইয়ে বাধা পেয়ে বিশেষভাবে সক্ষম টোটো চালককে নৃশংসভাবে খুনের অভিযোগ উঠল । পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত ব্যক্তির নাম কেয়াশিস শেখ (৪৭)। তিনি বহরমপুরের নেতাজি রোডের বাসিন্দা। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। জানা কিছুদিন পূর্বে বহরমপুরের রাধারঘাট এলাকায় তৃণমূল কর্মী খুনের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে । কিছুদিন যেতে না যেতে আবারো শহর বহরমপুরের মধ্যে খুনের ঘটনা। এবার টোটো চালকের গলার নলি কেটে খুন করে টোটো ছিনতাই করে নিয়ে পালায়। মঙ্গলবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে বহরমপুর শহরের মধ্যে।
স্থানীয় সূত্রে খবর বিশেষভাবে সক্ষম ওই ব্যক্তি পরিবারের একমাত্র উপার্জনকারী। রয়েছে দুটি সন্তান। টোটো চালিয়ে ভরণপোষণ করতেন। অন্যান্য দিনের মতো মঙ্গলবার রাতেও টোটো নিয়ে বেরিয়েছিলেন কেয়াশিস। নতুন বাজারের দিকে যাওয়ার সময় পথে তাঁর টোটো আটকানো হয়। কেয়াশিসকে নামিয়ে টোটো নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা হলে স্বাভাবিকভাবেই বাধা দেওয়ার চেষ্টা করেন কেয়াশিস। বাধা পেয়ে তাঁর গলার নলি কেটে টোটো নিয়ে পালায় ।
অন্যদিকে মৃতের স্ত্রী সংবাদ মাধ্যমকে জানায়, রক্তাক্ত অবস্থাতেই কেয়াশিস তার ঋষি নামক জৈনিক বন্ধুকে ফোন করে বলে ‘ আমি আর নাই’, তারপরেই লুটিয়ে পড়েন। এই ঘটনার পর রাস্তায় রক্তাক্ত অবস্থায় কেয়াশিসকে পড়ে থাকতে দেখে তাঁকে উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসে পুলিশ। চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে।
ঘটনার পরেই টোটো নিয়ে পালানোর সময়ে বহরমপুরের রাধারঘাটের উত্তরপাড়া মোড়ের কাছে একটি লরির সঙ্গে ধাক্কা লাগে। তখন অন্য এক জন টোটো চালক সেই টোটো দেখে চিনতে পারেন। ওই টোটো আটকে জিজ্ঞাসাবাদ করতেই বেগতিক বুঝে টোটো ফেলে রেখে পালিয়ে যায় দুষ্কৃতি। এদিকে অপরাধীদের গ্রেফতার করে শাস্তির দাবিতে সরব হয়েছে পরিবার। পরিবারের দাবি কেয়াশিস বিশেষভাবে সক্ষম। সেই জন্যেই রাতেই গাড়ি চালাত। প্রতিবন্ধী হওয়ার সুযোগ নিয়ে তাঁর টোটো কেড়ে নেওয়ার চেষ্টা করে। এর পর বাধা পেয়েই তাঁকে খুন করা হয়।’ পরিবারের একমাত্র উপার্জনকারী কে হারিয়ে দুই সন্তান নিয়ে কি করবেন ভেবে কুল পাচ্ছেন না মৃতের স্ত্রী।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct