সম্প্রীতি মোল্লা,কলকাতা,আপনজন: গরু পাচারকাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য বুধবার অনুব্রত মণ্ডলকে নিজাম প্যালেসে ডেকে পাঠিয়েছে সিবিআই। সিবিআইয়ের জেরা এড়াতে ইতিমধ্যেই আইনী রক্ষাকবচ খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। গরু পাচারকাণ্ডের তদন্তে জিজ্ঞাসাবাদের জন্য বুধবার বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে নিজাম প্যালেসে ডেকে পাঠিয়েছে সিবিআই। এর আগে একাধিকবার সিবিআইয়ের কাছে হাজিরা এড়িয়েছেন অনুব্রত। এবারও কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার জেরা এড়াতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি । তবে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ তাঁকে রক্ষাকবচ দেয়নি ।এর ফলে বুধবার অনুব্রত কলকাতার নিজাম প্যালেসে সিবিআই দফতরে আসেন কি না সেদিকেই নজর সকলের ।ইতিমধ্যেই মঙ্গলবার কলকাতা ঢুকে পড়েছেন অনুব্রত মন্ডল বলে জানা গেছে। তবে চিকিৎসার জন্য না সিবিআই অফিসে যাওয়ার জন্য তা স্পষ্ট নয়।হাইপ্রোফাইল এই তৃণমূল নেতাকে জেরা করার আগে তত্পরতা শুরু হয়েছে সিবিআই আধিকারিকদের মধ্যেও । নিজাম প্যালেস সূত্রে প্রকাশ , -’ মঙ্গলবার দিল্লির সিবিআই সদর দফতরের শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন কলকাতার এক সিবিআই কর্তা । অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার ওই সিবিআই আধিকারিক কলকাতা থেকে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে এই বৈঠকে যোগ দেন । এদিন দিল্লি থেকে বেশ কিছু নির্দেশ দেওয়া হয় কলকাতার ওই সিবিআই আধিকারিককে । গরু পাচারকাণ্ডের তদন্তে এতদিন যেসব তথ্য-প্রমাণ ও সাক্ষীদের বয়ান সিবিআই তদন্তকারীরে পেয়েছেন, তার ভিত্তিতে প্রশ্নমালা সাজিয়ে অনুব্রতকে জিজ্ঞাসাবাদের প্রস্তুতি নিয়েছে তারা’ ।ইতিমধ্যেই, গরু পাচারকাণ্ডের তদন্তে নেমে কলকাতা-সহ রাজ্যের একাধিক জায়গায় তল্লাশি চালিয়েছেন সিবিআই গোয়েন্দারা । টাকা লেনদেন-সহ একাধিক তথ্য হাতে এসেছে তদন্তকারীদের। উঠে এসেছে একাধিক প্রভাবশালীর নাম । এই তথ্য-প্রমাণ থেকে সিবিআইয়ের আধিকারিকদের মনে হয়েছে গরু পাচারকাণ্ডে বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের যোগ থাকার সম্ভাবনা রয়েছে । সেকারণেই অনুব্রত মণ্ডলকে জেরা করতে চাইছে সিবিআই।
রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল ।ইতিমধ্যেই অনুব্রতের দেহরক্ষী তথা রাজ্য পুলিশের এক কর্মী কে দীর্ঘক্ষণ জেরা চালিয়েছে সিবিআই। আজ অর্থাৎ বুধবারে অনুব্রত মন্ডল চিকিৎসা করাতে পিজি হাসপাতাল যান কিংবা সিবিআইয়ের অফিসে যান তার দিকে তাকিয়ে অনেকেই।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct