আপনজন ডেস্ক: এক থ্যালাসেমিয়া সংখ্যালঘু বালককে রক্ত দিয়ে প্রাণ বাঁচিয়ে ও মালদা শহরের ৫০ জন গৃহহীন আশ্রয়হীন দুঃস্থ পাগল অসহায় পথচারীদের পাশে দাঁড়িয়ে তাদের মুখে রাতের খাবার তুলে দিয়ে নিজের জন্মদিন পালন করে দৃষ্টান্ত স্থাপন করলোন বিশিষ্ট সাংবাদিক তথা শিক্ষক তনয় কুমার মিশ্র।
গত ৭ জুন ছিল সাংবাদিক কুমার মিশ্রের জন্মদিন। জন্মদিনে রক্তদানের ইচ্ছা প্রকাশ করে সোশ্যাল মিডিয়ায় আবেদন জানিয়েছিলেন তনয় বাবু। বিরল গ্রুপের ‘ও’ নেগেটিভ রক্তের জন্য একাধিক ব্যক্তি আবেদন করে। অবশেষে তৌফিক জামাল বলে এক বালককে রক্ত দিতে এগিয়ে যায় সাংবাদিক তনয় মিশ্র।
এই কাজে তনয় মিশ্রকে সাহায্য করে সোশ্যাল মিডিয়ায় গঠিত ‘বাড়িয়ে দাও তোমার হাত’ নামক একটি রক্তদান আন্দোলনের স্বেচ্ছাসেবী সংগঠন।
এখানেই থেমে থাকেননি তিনি দুপুরে রক্ত দিয়ে রাতে নিজের হাতে শহরের বিভিন্ন মোড়ে মোড়ে দুস্থ অসহায় পাগল পথচারীদের খাবার ব্যবস্থাও করেন। এই কাজে সাংবাদিককে সর্বতোভাবে সাহায্য করে বিবেক বাহিনীর কর্মীরা। বিবেক বাহিনীর ভাস্কর ঘোষ সহ একাধিক ছেলে শহরের মোড়ে মোড়ে দুঃস্থ ব্যক্তিদের চিহ্নিত করেন এবং তাদের হাতে তনয় মিশ্রের হয়ে রাতের খাবার পৌঁছে দেয়। সাংবাদিক তনয় মিশ্র জানিয়েছেন, “কোভিড আবহে প্রতিটি মানুষের আচার-আচরণ খাদ্যভাস থেকে শুরু করে সামাজিক রীতিনীতি চেঞ্জ করা দরকার। কবিতা আমাদের শিখিয়েছে কেউ একা বাঁচতে পারে না। এই পরিস্থিতিতে জন্ম নেন, মনে নতুন কিছু একটা করার ইচ্ছা ছিল। বিবেক বাহিনী ও বাড়িয়ে দাও তোমার হাত নামক দুটি সংগঠনের প্রচেষ্টায় আমি এই কাজটি করতে পেরে খুব আনন্দিত। আমি চাই আমাকে দেখে অনেকেই যেন জন্মদিনে এই ধরনের কর্মসূচি রাখে।”
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct