রঙ্গিলা খাতুন, কান্দি, আপনজন: “শুধু নবজোয়ার যাত্রাকে সামাল দেওয়া নয়, নবজোয়ার যাত্রায় যেন লোকের ভিড় হয় সেটাও দেখার দায়িত্ব হচ্ছে পুলিশের। এটা নিশ্চিত করতেই সেই জেলা ও আশেপাশের জেলা, সর্বত্র যত সিভিক ভলান্টিয়ার আছে তাদেরকে নিয়ে হাজির করা হচ্ছে। “ জেলা পুলিশের কর্তব্য হল, খোকাবাবু যেন ব্যর্থ না হয়। খোকাবাবু যদি সফল না হয় সেই অফিসারের চাকরিও বারোটা বাজবে, বহরমপুরে বলেন অধীর চৌধুরী।এরপুর শুক্রবার বিকেলে মুর্শিদাবাদ জেলার বড়ঞা ব্লকের অন্তর্গত কুলি চৌরাস্তা মোড় এলাকায় বড়ঞা ব্লক কংগ্রেসের উদ্যোগে প্রতিবাদ সভা এবং যোগদান সভার আয়োজন করা হল। এদিনের এই প্রতিবাদ সভা এবং যোগদান সভায় উপস্থিত হয়েছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী সহ জেলা, মহকুমা এবং ব্লক কংগ্রেসের একাধিক নেতৃত্ব। এদিনের এই সভায় বক্তব্য রাখতে গিয়ে অধীর রঞ্জন চৌধুরী রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারকে এক সালে বিধলেন এবং বড়ঞা বিধানসভার বিধায়ক জীবন কৃষ্ণ সাহার সিবিআই হেফাজতে থাকা নিয়ে তীব্র কটাক্ষ দিদির জন্য কাজ করে আজ জেলে! এদিন সব মিলিয়ে তৃণমূল এবং বিজেপি ছেড়ে এদিনের এই সভায় ১৫০০ জন কর্মী জাতীয় কংগ্রেসে যোগদান করলেন। যদিও কংগ্রেসের এই যোগদান সভাকে কটাক্ষ করে বড়ঞা ব্লক তৃণমূল কংগ্রেস সহ সভাপতি মাহে আলম বলেন কংগ্রেস দিল গোটা রাজ্যে এখন সার্কাস দেখাচ্ছে শুধু তাই নয় শুক্রবার সকাল থেকেই কান্দি থানার অন্তর্গত জীবন্তির বিভিন্ন এলাকায় মানুষের সঙ্গে জনসংযোগ কর্মসূচি সারেন কংগ্রেস নেতৃত্ব। তবে উল্লেখ্য যোগ্য বিষয় হল জীবন্তি লাল চা কমিটিতে দেখা গেল প্রাক্তন তৃণমুল প্রধান তফেজুল সেখের সঙ্গে চা চক্রের আড্ডায়। জীবন্তির লাল চা কমিটিতে কিছুদিন আগে এসেছিলেন সিপিএমের রাজ্য সম্পাদক মুহাম্মদ সেলিম।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct