এম মেহেদী সানি, বনগাঁ, আপনজন: ৬ ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংসের দিনটি সংহতি দিবস হিসেবে পালন করবে তৃণমূল কংগ্রেস ৷ সেই কর্মসূচি সফল করতে ইতিমধ্যেই জেলায় জেলায় প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে ৷ প্রতিবছর সংহতি দিবস পালনের মূল দায়িত্বে থাকে তৃণমূল কংগ্রেসের শাখা সংগঠন সংখ্যালঘু তৃণমূল কংগ্রেস ৷ সূত্রে খবর সংখ্যালঘু তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি বিধায়ক মোশারফ হোসেনের নির্দেশে ইতিমধ্যেই জেলা সভাপতিরা জেলায় জেলায় প্রস্তুতি সভার আয়োজন করছেন ৷ রবিবার বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে বনগাঁ সংগঠনিক জেলা সংখ্যালঘু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সংহতি দিবসের কর্মসূচি সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় ৷ জেলা সভাপতি ইমরান হোসেনের নেতৃত্বে এদিনের সভায় বনগাঁ সংগঠনিক জেলা সংখ্যালঘু তৃণমূল কংগ্রেসের শতাধিক নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন ৷ ইমরান হোসেন এদিন সংহতি দিবসের বিষয়টি ব্যখ্যা করে জেলার ব্লক ও আঞ্চলিক তৃণমূল সংখ্যালঘু সেলের নেতৃত্বদের এগিয়ে আসার আহ্বান জানান । পাশাপাশি কেন্দ্রের ক্ষমতাসীন বিজেপির বৈষম্যমূলক আচরণ, জাতিভিত্তিক রাজনীতির উদাহরণ তুলে ধরে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে তৃণমূলের পাশে ঐক্যবদ্ধভাবে ভাবে থাকার আহ্বান জানান ইমরান ৷ রবিবার ওই প্রস্তুতি সভায় আঞ্চলিক প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct