আপনজন ডেস্ক: ইসরায়েলের সঙ্গে হওয়া যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী এবার আরও তিন জিম্মিকে মুক্তি দিচ্ছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। শনিবার তাদের মুক্তি দেওয়া হবে। এর বিনিময়ে ইসরায়েলে বন্দি ১৮৩ ফিলিস্তিনি মুক্তি পাবেন।
বার্তা সংস্থা রয়টার্স ও আল জাজিরার খবরে বলা হয়, হামাসের সামরিক শাখার মুখপাত্র আবু ওবেইদা তার টেলিগ্রাম চ্যানেলে এক পোস্টে এই ঘোষণা দিয়েছেন।
তিনি জানান, মুক্তি পেতে যাওয়া তিন জিম্মি হচ্ছেন ইয়ার্ডেন বাইবাস, কিথ সিইগেল এবং ওফের কালডেরন।
ইসরায়েলি কর্মকর্তারা জানিয়েছেন, তিন বন্দির পরিবারকে অবহিত করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার তিন ইসরাইলি ও পাঁচ থাই নাগরিককে মুক্তি দিয়েছে হামাস। বিনিময়ে ১১০ ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে ইসরাইল।
এর আগে দুই দফায় সাত জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস।
গত ১৯ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়। এরপরই উদ্বাস্তু ফিলিস্তিনিরা তাদের বাড়িতে ফিরতে শুরু করেছেন।
যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী, প্রথম ছয় সপ্তাহের ধাপে হামাস ৩৩ জন নারী, শিশু, বৃদ্ধ, অসুস্থ ও আহত বন্দিকে মুক্তি দেবে, যেখানে প্রতি বেসামরিক জিম্মির জন্য ইসরাইল ৩০ জন বন্দি এবং প্রতি সেনার জন্য ৫০ জন বন্দি মুক্তি দেবে।
ফেব্রুয়ারির ৪ তারিখ যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ কার্যকর হওয়ার কথা। এই ধাপে অবশিষ্ট সমস্ত জিম্মির মুক্তির বিনিময়ে ইসরাইলি কারাগারে থাকা আরও ফিলিস্তিনিদের ছেড়ে দেয়া হবে। পাশাপাশি ইসরাইলি সেনা সম্পূর্ণভাবে প্রত্যাহার করে টেকসই শান্তি নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct