আপনজন ডেস্ক: এবার ফেসবুক, টুইটার ও গুগলের বিরুদ্ধে মামলা করলেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্র্যাম্প। মূলত বাকস্বাধীনতার অধিকার লঙ্ঘনের অভিযোগে তিনি মামলা করেছেন। ক্যালিফোর্নিয়া ভিত্তিক এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে মিয়ামির জেলা আদালতে স্থানীয় সময় বুধবার তিনি মামলা করেন। ট্রাম্প প্রতিষ্ঠান তিনটির বিরুদ্ধে আলাদা আলাদা মামলা করেন। এসব মামলায় প্রতিষ্ঠানগুলোর প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও) বিরুদ্ধেও অভিযোগ আনা হয়। তাঁরা হলেন, ফেসবুকের সিইও মার্ক জাকারবার্গ, টুইটারের সিইও জ্যাক ডোর্সে ও গুগলের সিইও সুন্দর পিচাই। এ সব মামলায় তিনি প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সংবিধানের প্রথম সংশোধনীতে যুক্ত করা বাক্স্বাধীনতার অধিকার লঙ্ঘনের অভিযোগ আনেন। এই মামলা জেতার ব্যাপারে আশাবাদী ট্রাম্প। সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, ‘এই মামলার মধ্য দিয়ে মার্কিন নাগরিক স্বাধীনতা ও বাক্স্বাধীনতা প্রশ্নে আমরা ঐতিহাসিক বিজয় অর্জন করব।' গত জানুয়ারিতে ক্যাপিটল ভবনে নিজের সমর্থকদের দাঙ্গার পর এসব সামাজিক প্ল্যাটফর্মের থেকে ট্রাম্পের অ্যাকাউন্ট বাতিল করে দেওয়া হয়। মূলত ওই তাণ্ডবে মদদ দেওয়ার কারণ দেখিয়ে জননিরাপত্তার স্বার্থে ট্রাম্পের এসব অ্যাকাউন্টগুলো বন্ধের সিদ্ধান্ত নেয় প্রতিষ্ঠানগুলো।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct