রাজু আনসারী, অরঙ্গাবাদ: বিধানসভা নির্বাচন উপলক্ষ্যে আবারও পশ্চিমবঙ্গ সফরে এলেন ওয়েলফেয়ার পার্টির কেন্দ্রীয় সম্পাদক ড. রাশিদ হুসেন। মুর্শিদাবাদের সুতি ৫৭ নম্বর বিধানসভার প্রার্থী শিক্ষক মাহফুজুর রহমানের সমর্থনে কর্মী-সমর্থকদের নিয়ে শনিবার বিকেলে অরঙ্গাবাদের নিউ বাজিতপুরের একটি লজে নির্বাচনী সভা ও মিছিল করলেন পার্টির কেন্দ্রীয় সম্পাদক ড. রাশিদ হুসেন। এই মিছিলে একটাই স্লোগান ছিল, খেলা নয়, কাজ চাই, কাজের মানুষ এমএলএ চাই।
উপস্থিত ছিলেন পার্টির রাজ্য সম্পাদক আবু তাহের আনসারী, জেলা সভাপতি শিক্ষক হামিদ সেখ, জেলা সম্পাদক ডাঃ হাবিবুর রহমান, সুতি-২ ব্লক সভাপতি শিক্ষক সাবির খান, সুতি-২ ব্লক সম্পাদক মোঃ আজিমুদ্দিন সেখ সহ ব্লক ও পঞ্চায়েত স্তরের বিভিন্ন নেতৃত্ববৃন্দ । কর্মী সমর্থকদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।
এদিনের নির্বাচনী সভা থেকে পার্টির সকল কর্মীদের উদ্দেশ্যে প্রতিটি প্রান্তিক মানুষের কাছে পার্টির মূল্যবোধ ও ন্যায়-সুবিচার-সাম্যের বার্তা পৌঁছে দেওয়ার বার্তা দেন পার্টির জেলা ও বিধানসভার নেতৃত্ববৃন্দ । এদিনের সভায় বক্তব্য রাখতে গিয়ে পার্টির সর্বভারতীয় সম্পাদক প্রফেসর ডঃ রাশিদ হুসেইন বলেন, স্বাধীনতার পর বহু দল ক্ষমতায় এসেছে, কিন্তু সমাজ থেকে চুরি, ডাকাতি, খুন, হিংসা, ধর্ষণ কমেনি। এখনো সমাজে যৌতুক চলে,নারীদের পণ্য হিসেবে দেখা হয়। এসব সমস্যার সমাধানের জন্যই ওয়েলফেয়ার পার্টির জন্ম । রাজনীতিতে মূল্যবোধ না থাকলে যে দলই ক্ষমতায় আসুক না কেন,মানুষের মৌলিক সমস্যার সমাধান হবে না। টাকা,মদ,বোমা,গুলি দিয়ে ভোট হয় না। বামফ্রন্ট, কংগ্রেস, তৃণমূল, বিজেপি সকলেই ক্ষমতায় ছিল বা অনেকে এখনো আছে। তার পরেও মানুষ ক্ষুধার্ত থাকে কেন? আজো কেন শান্তি,নিরাপত্তার জন্য মানুষকে চিন্তিত থাকতে হয়, খেলা হবে, খেলা হবে বলে মানুষের জীবন জীবিকা ও চাহিদার সাথে খেলা হচ্ছে। আসলে মূল্যবোধভিত্তিক সরকার তৈরি না হলে মানুষের মুক্তি নেই। এই বিধানসভা নির্বাচনে তাই আদর্শ, সততা, নীতি,নৈতিকতা দিয়েই রাজনৈতিক লড়াই করবে ওয়েলফেয়ার পার্টি।
এদিন ওয়েলফেয়ার পার্টির সুতি বিধানসভার প্রার্থী শিক্ষক মাহফুজুর রহমান বলেন, বিভাজনের জাতপাতের রাজনীতি বা ‘খেলা হবে’ নয়, এই নির্বাচনে খাদ্য, বাসস্থান,কাজের দাবিতে লড়াই হবে। মদের বিরুদ্ধে, ঘুষের বিরুদ্ধে, সুদের বিরুদ্ধে প্রচার হবে। শিল্প,কৃষি ও সার্বিক উন্নয়ন নিয়ে ভোট প্রচার করবে কর্মীরা। নির্বাচনে জেতার ব্যাপারে ১০০ শতাংশ আশাবাদী।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct