নকিব উদ্দিন গাজী , ডায়মন্ড হারবার, আপনজন: কেউ এক ডাকে অভিষেকের ফোন করে আবাস যোজনা তালিকায় নাম তুলেছে, কেউ এখনো অনেকেই নামই তুলতে পারেনি। প্রশাসনের দ্বারস্থ হয়েছে কারোর ভাঙ্গা ঘর কারো ত্রিপল দিয়ে ঘেরা কারোর আবার ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বাড়ি। আবাস যোজনা ঘর পাবার জন্য প্রশাসনের দ্বারস্থ হয়েও অনেকেই , আবার পাকা বাড়ি সরকারি চাকরি করে এমনও অনেক লোক তাদের আবাস যোজনার ঘরের তালিকায় নাম আছে। আর সেই
আবাস যোজনার তালিকা নিয়ে রাজ্য জুড়ে যখন নানান জল্পনা ও রাজনৈতিক চাপানউতোর চলছে তারই মাঝে দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারের মড়িগাছিতে দেখা গেলো এক অন্য ছবি। আবাস যোজনার তালিকায় এসেছে নাম তবে পাকাবাড়ি থাকায় নিজের নাম বাতিলের লিখিত আবেদন জানানোর পাশাপাশি যোগ্য প্রাপকদের বাড়ি দেওয়ার আবেদন করলেন মড়িগাছি গ্রামের যুবক আনিসুর রহমান। পেশায় একজন গৃহশিক্ষক।
ব্লক প্রশাসনের কাছে নিজের নাম বাতিলের আবেদন জানিয়ে আনিসুর বলেন, ২০১৮ সালে কাঁচাবাড়ি থাকায় বাড়ির জন্য আবেদন করেছিলাম। এর মাঝে কেটে গেছে ৬ টা বছর। তারমধ্যেই পরিবারের সদস্যরা পাকাবাড়ি তৈরী করেছেন তাই এখন তার আর আবাস যোজনার বাড়ির প্রয়োজন নেই। সে মতই ব্লক প্রশাসনকে আবাস যোজনার তালিকা থেকে নিজের নাম বাতিলের জন্য লিখিত আবেদন করার পাশাপাশি যোগ্য প্রাপকদের আবাস যোজনার বাড়ি পাওয়ার আর্জি করেন। এই গ্রামে অনেকেই এখনো ভাঙ্গা বাড়ি মাটির বাড়ি থাকলেও তাদের আবাস তালিকায় নাম নেই। তারা প্রশাসনের দ্বারস্থ হয়েছে।
ঘটনায় ডায়মন্ড হারবার ২ নং ব্লকের বিডিও সুদিপ্ত অধিকারী বলেন, আবাস যোজনার সমীক্ষা দ্রুততার সাথে ব্লক জুড়ে করা হচ্ছে। যোগ্য প্রাপকেরা আবাস যোজনার বাড়ি পাবেন। পাকা বাড়ি আছে এমন যাদের নাম তালিকায় এসেছে সেগুলি তদন্তের পর বাদ দেওয়া হবে। এরই মাঝে বেশ কয়েকটি আবেদন জমা পড়েছে আবাস যোজনার তালিকা থেকে নিজেদের নাম বাতিলের জন্য তাদের পাকা বাড়ি থাকার কারনে এমন আবেদন করেছেন।
তবে পাকা বাড়ি থাকায় নিজের নাম আবাস যোজনার তালিকা থেকে বাদ দেওয়ার আবেদন করে মড়িগাছির আনিসুরের বার্তা যোগ্য প্রাপকেরা আবাস তালিকার বাড়ি পাক এটাই চাই ওই যুবক।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct