মাফরুজা খাতুন, ক্যানিং, আপনজন: ক্যানিং ও জয়নগরের সংযোগকারী ব্রিজ। ব্রিজের কাজ সম্পূর্ণ হলেও রাস্তা সম্পূর্ণ না হওয়াতে কয়েক হাজার হাজার মানুষকে ঘুরপথে যাতায়াত করতে হচ্ছিল। দক্ষিণ ২৪ পরগনা ক্যানিং-১ নম্বর ব্লকের ও জয়নগর-১ নম্বর ব্লক সীমানায় পিয়ালি নদীর তীরে সুন্দরবন উন্নয়ন পর্ষদের উদ্যোগে ধোসা সেতুর কাজ শুরু হয়েছিল ২০১০ সালের ৭ ই জানুয়ারি প্রাক্তন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী কান্তি গাঙ্গুলির শিলান্যাসের মধ্যে দিয়ে। ক্যানিং ও জয়নগর মধ্যস্থ পিয়ালী নদীর উপর থাকা ব্রীজের কাজ কয়েক বছরের মধ্যে শেষ হয়। এলাকার মানুষেরা ভেবেছিলো যে তাঁরা খুব কম সময়ে ক্যানিং ও জয়নগর এলাকার মধ্যে যাতায়াত করতে পারবে। সম্পূর্ণ না হওয়ার ফলে গাড়িচালক এবং সাধারণ পথ চলতি মানুষদেরকে সমস্যা হচ্ছিল। স্থানীয় মানুষের অভিযোগ ব্রিজ সম্পন্ন হলেও একদিকে রাস্তা সম্পূর্ণ না হওয়াতে হাজার হাজার মানুষের সমস্যা সম্মুখীন হতে হচ্ছিল। দীর্ঘ টালমাহানার পরে অবশেষে শুরু হয়েছে ব্রিজে রাস্তার কাজ।
এ প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা হাবিবুর রহমান মন্ডল ও আতিয়া রহমান মোল্লা বলেন দীর্ঘদিন ধরে পড়ে থাকার পরে অবশেষে ব্রিজে রাস্তার কাজ শুরু হওয়াতে আমাদে মতো সাধারণ মানুষ খুশি। ক্যানিংয়ের হাটপুকুরিয়া, দাঁড়িয়া, ভোলেয়া, ডিভিসাবাদ, পাঙ্গাসখালি, সাতমুখি, বদুকুলা, আমতলা, হেড়োভাঙ্গা, গোলাবাড়ি ও জয়নগরের তিলপি, ধোসা, চন্দনেশ্বর, উত্তরভাগ, বারুইপুর, গোচারণ, দক্ষিণ বারাসাত , মগরাহাট,মানুষজন এদেরকে। এ বিষয় নিয়ে ধোসা চন্দনেশ্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান রঞ্জিতা সরদার বলেন, ব্রিজ সম্পূর্ণ হলেও একদিকে রাস্তা সম্পূর্ণ না হওয়াতে সমস্যার সম্মুখীন হচ্ছিলেন। জয়নগর ও ক্যানিংয়ের বাসিন্দাদেরকে ও গাড়িচালক ও ধোসা নবীন চাঁদ হাই স্কুলের ছাত্র-ছাত্রীদেরকে। সেই কথা মাথায় রেখে দ্রুত কাজ শুরু করা হয়েছে বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিভাস সরদারের তত্ত্বাবধানে। ব্রিজে রাস্তার কাজ সম্পূর্ণ হয়ে গেলে উপকৃত হবেন হাজার হাজার মানুষ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct