নুরুল ইসলাম খান , কলকাতা, আপনজন: ৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার উদ্বোধন ২৮ জানুয়ারি, মেলা চলবে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত। মেলার উদ্বোধন করবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। শুক্রবার কলকাতার পার্ক হোটেলে এক সাংবাদিক সম্মেলনে কথা গুলো বলেন আয়োজক সংস্থার সভাপতি ত্রিদিব চ্যাটার্জী। তিনি বলেন সম্মাননীয় অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট কবি সাহিত্যিক ও অন্যান্য গুণিজন। বইমেলা অনুষ্ঠিত হবে তার নিজস্ব প্রাঙ্গণে, সল্টলেক।মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জীকে তিনি কৃতজ্ঞতা জানাই। কৃতজ্ঞতা স্বীকার করেন নগরোন্নয়ন দপ্তর, কে এম ডি এ, তথ্য ও সংস্কৃতি বিভাগ, বিধাননগর পুলিশ, কলকাতা পুলিশ, বিধাননগর পৌরসংস্থা সহ অন্যান্য দপ্তরের কাছেও। বই মেলা কমিটির সম্পাদক সুধাংশু শেখর দে বলেন কলকাতা বইমেলা পৃথিবীর বৃহত্তম পাঠকধন্য বই উৎসব। ২০২৪ সালের বইমেলায় এসেছিলেন ২৭ লক্ষ বইপ্রেমী মানুষ, বই বিক্রির পরিমাণ ২৩ কোটি টাকা। এই অভাবনীয় সাফল্যে আমরা যেমন আনন্দিত। স্টলের সংখ্যা বৃদ্ধি হলেও সীমাবদ্ধ পরিসরের জন্য দুঃখিত। বইমেলার ৪৮ বছরের ইতিহাসে, এই প্রথম ফোকাল থিম কান্ট্রি হিসেবে অংশগ্রহণ করছে সাহিত্য ও সংস্কৃতিতে এক ঐতিহ্যমণ্ডিত দেশ – জার্মানি।১৯৭৬ সালে কলকাতা বইমেলা আয়োজনের প্রথম চিন্তাভাবনা এসেছিল জার্মানির ফ্র্যাঙ্কফুর্ট বইমেলা থেকে। পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের প্রতিষ্ঠাতা সদস্যরা নিয়মিত যেতেন ফ্র্যাঙ্কফুর্ট বইমেলায়। পরবর্তীকালে ফ্র্যাঙ্কফুর্ট বইমেলার বহু প্রতিনিধিও এসেছেন আন্তর্জাতিক কলকাতা বইমেলায়। ১৯৮৪ এবং ২০০৬ সালে যখন ভারত ফ্র্যাঙ্কফুর্ট বইমেলার থিম কান্ট্রি ছিল। এদনের সভায় উপস্থিত ছিলেন কলকাতায় জার্মান ভাইস কনসাল মিস্টার সিমোন ক্লাইনপাস এবং কলকাতার গ্যোয়েটে ইনস্টিটিউটের ডিরেক্টর ম্যাডাম অ্যাস্ট্রিড ভেগে। বইমেলায় ফোকাল থিম হিসেবে অংশগ্রহণের বিষয়ে তারা বক্তব্য রাখেন।২০২৫ এর বইমেলায় অংশগ্রহণ করছেন গ্রেট ব্রিটেন, আমেরিকা, ফ্রান্স, ইতালি, স্পেন, পেরু, আর্জেন্টিনা, কলম্বিয়া এবং লাতিন আমেরিকার অন্যান্য দেশ। তবেম এবারে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে ধোঁয়ামশা রয়েছে। এবারের বইমেলায় থাকবে লিটল ম্যাগাজিন প্যাভিলিয়ন, চিলড্রেনস প্যাভিলিয়ন ও অন্যান্য আকর্ষণও।আন্তর্জাতিক কলকাতা বইমেলার অন্যতম আকর্ষণ, কলকাতা লিটারেচার ফেস্টিভ্যাল, কেএলএফ, অনুষ্ঠিত হবে ফেব্রুয়ারি ২০২৫-এ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct